মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করল ভারতীয় সেনা (Indian Army)। গোটা এক গ্রামকে দত্তক নিয়েছে সেনা। গ্রামের বহু মানুষ বোবা অথবা শ্রবণশক্তিহীন। বাড়ি বাড়ি গিয়ে মানুষের পাশে থাকার সংকল্প নিয়েছেন জওয়ানরা।
মাসখানেক আগে ডোডা জেলা দাড়হাকি গ্রামবাসীদের মধ্যে বিশেষ যন্ত্র বিতরণ করেছিল সেনা। যার সাহায্যে শ্রবণশক্তিহীন ব্যাক্তিদের পাশে দাঁড়িয়েছিল ইন্ডিয়ান আর্মি। এখানেই থেমে না থেকে আরও একধাপ এগিয়েছে সেনা। দত্তক নিয়েছে গোটা গ্রাম।
পাহাড়ের ওপর অবস্থিত এই গ্রামে রয়েছে ১০৫ টি পরিবারের বসত। অধিবাসী অধ্যুষিত এই গ্রামের ৫৫ টি পরিবারে রয়েছে শারীরিক সমস্যা। বাড়ির কেউ বোবা অথবা শ্রবণশক্তিহীন। বিশেষভাবে সক্ষম ব্যাক্তির সংখ্যা ৭৮। যার মধ্যে মহিলা ৪১ জন। এবং ৩ থেকে ১৫ বয়সীদের সংখ্যা ৩০।
ভারতীয় সেনার এক মুখপাত্র জানিয়েছেন যে রাষ্ট্রীয় রাইফেলস এই গ্রামটিকে দত্তক নিয়েছে। সামাজিক কল্যাণের স্বার্থে সেনার এই পদক্ষেপ। বিভিন্ন সামাজিক পদক্ষেপের মাধ্যমে গ্রামবাসীদের মনোবল বৃদ্ধি করা প্রাথমিক লক্ষ্য। জামাকাপড়, খাবার, স্বাস্থ্যগত দিক দিয়ে পরিকাঠামো ঠিক করতে চাইছেন জওয়ানরা। পরের পদক্ষেপে বিশেষভাবে সক্ষম কিশোর-কিশোরীদের জন্য স্কুল এবং হোস্টেল চালু করার লক্ষ্য রয়েছে বলে জানা গিয়েছে।