Air Force Plane Crashed: মাঝ আকাশে ভেঙে পড়ল বায়ুসেনার বিমান, দেখুন ভিডিয়ো

রাজস্থানের জয়সলমীরে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার (Air Force Plane Crashed) একটি ড্রোন বিমান। যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে অনুমান করা হচ্ছে। বিমানটি নিয়মিত আকাশে…

Plane-Crash

রাজস্থানের জয়সলমীরে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার (Air Force Plane Crashed) একটি ড্রোন বিমান। যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে অনুমান করা হচ্ছে। বিমানটি নিয়মিত আকাশে উড়ত বলে জানা গিয়েছে। দুর্ঘটনায় কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে বিমানটি পুড়ে ছাই হয়ে গিয়েছে।

দুর্ঘটনাটি ঘটেছে জয়সলমীরের পিঠালা এলাকায়। পুলিশ সুপার সুধীর চৌধুরি জানিয়েছেন, এটি কোনও নজরদারি বিমান হতে পারে। ঘটনার প্রত্যক্ষদর্শী পরমবীর সিং রাওয়ালট বলেন, বিমানটি যখন ভেঙে পড়ে, তখন আমরা টিউবওয়েলের কাছে বসে ছিলাম। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ ও ভারতীয় বায়ুসেনার আধিকারিকরা।

   

ঘটনাস্থলের কিছু ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গিয়েছে, বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে চারপাশে। আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে প্রায় সব কিছু। তবে ভিডিয়োর সত্যতা যাচাই করেনি kolkata24x7.in। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তা জানার জন্য অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে বায়ুসেনা।

এক্স হ্যান্ডেলে এই দুর্ঘটনার খবর জানিয়েছে বায়ুসেনা। এক্সে ভারতীয় বায়ুসেনা লিখেছে, ভারতীয় বায়ুসেনার একটি দূরবর্তীভাবে চালিত বিমান আজ জয়সলমীরের কাছে রুটিন প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনার সম্মুখীন হয়। কোনও কর্মী বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ জানতে কোর্ট অব এনকোয়ারি গঠন করা হয়েছে।

মাসখানেক আগে জয়সলমীরে একই ধরনের ঘটনা ঘটে। অপারেশনাল ট্রেনিং চলাকালীন মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে ভেঙে পড়ে তেজস যুদ্ধবিমান। ঘন জনবসতিপূর্ণ এলাকায় ওই বিমান ভেঙে পড়ায় তীব্র আতঙ্ক ছড়িয়েছিল। তবে সময়মতো প্যারাশুটে ঝাঁপ দিয়ে প্রাণ বাঁচান দুই পাইলট। তাঁদের মধ্যে একজনের আঘাত ছিল গুরুতর। তেজসের ওই দুর্ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়।