কাঠমাণ্ডুতে কারফিউ! ভারতীয়দের জন্য সতর্কতা জারি করল দিল্লি

নয়াদিল্লি: প্রতিবেশী নেপালে জেনজেড প্রজন্মের নেতৃত্বে চলা বিক্ষোভ রক্তক্ষয়ী রূপ নেওয়ায় মঙ্গলবার ভারত তার নাগরিকদের উদ্দেশে বিশেষ সতর্কতা জারি করল। গত দু’দিনে উত্তাল আন্দোলনে প্রাণ…

Kathmandu-Siliguri bus service suspended

নয়াদিল্লি: প্রতিবেশী নেপালে জেনজেড প্রজন্মের নেতৃত্বে চলা বিক্ষোভ রক্তক্ষয়ী রূপ নেওয়ায় মঙ্গলবার ভারত তার নাগরিকদের উদ্দেশে বিশেষ সতর্কতা জারি করল। গত দু’দিনে উত্তাল আন্দোলনে প্রাণ হারিয়েছেন অন্তত ১৯ জন তরুণ, আহত তিন শতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঠমাণ্ডু-সহ একাধিক শহরে কারফিউ ঘোষণা করেছে নেপাল সরকার।

নেপালের পরিস্থিতির উপর নিবিড় নজর রাখা হচ্ছে

বিদেশ মন্ত্রকের (MEA) তরফে জারি বিবৃতিতে জানানো হয়েছে, শুরু থেকেই নেপালের পরিস্থিতির উপর নিবিড় নজর রাখা হচ্ছে। তরুণ প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, “আমরা নেপালের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। বহু তরুণ প্রাণহানিতে আমরা মর্মাহত। নিহতদের পরিবার-পরিজনের প্রতি আমাদের গভীর সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”

   

নেপালের বিভিন্ন শহরে কারফিউ জারি India travel advisory Nepal

একই সঙ্গে সতর্কবার্তায় বলা হয়েছে, “নেপালের বিভিন্ন শহরে কারফিউ জারি রয়েছে। ভারতীয় নাগরিকদের প্রতি অনুরোধ, তারা যেন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেন এবং নেপাল সরকারের জারি করা নির্দেশিকা কঠোরভাবে মেনে চলেন।”

কূটনৈতিক মহলের মতে, প্রতিবেশী নেপালে তরুণ প্রজন্মের এই আকস্মিক অস্থিরতা শুধু অভ্যন্তরীণ রাজনীতিই নয়, আঞ্চলিক স্থিতিশীলতাকেও প্রভাবিত করতে পারে। তাই দিল্লির এই পরামর্শ আপাতত সতর্কবার্তা হলেও, পরিস্থিতি আরও উত্তপ্ত হলে তা বৃহত্তর কূটনৈতিক অবস্থানের ইঙ্গিতও বয়ে আনতে পারে।

Advertisements

Bharat: India issues a travel advisory for citizens in Nepal following violent Gen Z-led protests that have left 19 dead. The MEA urges Indians to exercise caution and comply with curfews imposed across various cities in Nepal.