Tuesday, October 14, 2025
HomeWorldBangladeshSheikh Hasina: 'অষ্টলক্ষ্মী' ভারতবাসীর ৫৫ শতাংশ চান শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানো হোক

Sheikh Hasina: ‘অষ্টলক্ষ্মী’ ভারতবাসীর ৫৫ শতাংশ চান শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানো হোক

উত্তরপূর্বাঞ্চলের আট রাজ্য অর্থাৎ অষ্টলক্ষ্মীর অর্ধেকের বেশি জনগণ চাইছেন ভারতে আশ্রিত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ। এই আটটি রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট সরকার চলছে। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির সঙ্গে বাংলাদেশের বিশেষ সম্পর্ক। পড়শি দেশটিতে গতবছর ৫ আগস্ট রক্তাক্ত গণবিক্ষোভে পালাবদল ঘটেছে।

Advertisements

শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলায় বিচার চলছে বাংলাদেশে। তার ফাঁসির দাবি উঠেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারত সরকারের কাছে বার্তা এসেছে। এই বার্তায় ভারত সাড়া দেবে কি দেবেনা এমন কূটনৈতিক জল্পনা তীব্র। এই প্রেক্ষিতে India Today NE একটি জনমত সমীক্ষা চালায়। সমীক্ষায় দেখা গেছে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির ৫৫ শতাংশ চাইছেন শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠানো হোক।

Advertisements

বাংলাদেশের সীমান্ত লাগোয়া উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি হলো অসম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম। আর বাকি রাজ্যগুলি তথা মণিপুর, সিকিম ও নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশের সঙ্গে পরোক্ষে বাংলাদেশের যোগাযোগ।

India Today Ne জনমত সমীক্ষায় জানতে চাওয়া হয়, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকার আশ্রয় দেওয়ার বিষয়ে আপনার মতামত কী? এই প্রশ্নের উত্তর ছিল তিনটি।

Sheikh Hasina

১ ‘তিনি ভারতের মিত্র, তাকে আশ্রয় দেওয়া ঠিক হয়েছে।’ এই উত্তরের পক্ষে ভোট দিয়েছেন ২৩ শতাংশ উত্তর-পূর্বাঞ্চলবাসীর। আর সমগ্র ভারতে ৩৭ দশমিক ৬ শতাংশ।
২ ‘বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নের স্বার্থে তাকে (শেখ হাসিনা) ফেরত পাঠানো উচিত।’ এই মতের পক্ষে ভোট দিয়েছেন উত্তর-পূর্বাঞ্চলেন ৫৫ শতাংশ বাসিন্দা এবং সমগ্র দেশে ২১ দশমিক ১ শতাংশ জন।
৩ ‘তাকে (শেখ হাসিনা) বাংলাদেশে ফেরত পাঠানো উচিত নয়, বরং অন্য দেশে চলে যেতে বলে দেওয়া উচিত’—এই মতের পক্ষে মত দিয়েছেন উত্তর পূর্বাঞ্চলোর ১৬ শতাংশ এবং সমগ্র দেশে ২৯ দশমিক ১ শতাংশ।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments