‘আত্মনির্ভর ভারত’, প্রতিরক্ষা বাহিনীর জন্য দেশীয় পদ্ধতিতে কার্বাইন তৈরির প্রস্তুতি

  হাতিয়ার তৈরিতে এবার হাত মেলাল ভারতের তিন বাহিনী। সেই অস্ত্রের নকশা এবং বিকাশে একসাথে কাজ করার পরিকল্পনা করছে সেনাবাহিনী, নৌসেনা ও বায়ুসেনা। কারাকাল নামের…

 

হাতিয়ার তৈরিতে এবার হাত মেলাল ভারতের তিন বাহিনী। সেই অস্ত্রের নকশা এবং বিকাশে একসাথে কাজ করার পরিকল্পনা করছে সেনাবাহিনী, নৌসেনা ও বায়ুসেনা। কারাকাল নামের একটি কার্বাইন যা ভারতীয় সেনাবাহিনী সংযুক্ত আরব আমিরাত থেকে কেনার পরিকল্পনা করেছিল, তা দেশীয় পদ্ধতিতে তৈরির চেষ্টা চলছে। আপাতত সংযুক্ত আরব থেকে আমদানি করার পরিকল্পনা বাতিল করা হয়েছে। সেনা সূত্রে খবর ৯৫ হাজার কার্বাইন আমদানির বদলে ভারতে ৪.২ লক্ষ কার্বাইন তৈরির পরিকল্পনা করা হয়েছে। প্রাথমিক অনুমান থেকে জানা যায় যে এই প্রকল্পের জন্য বরাদ্দ টাকার থেকে বেশি খরচ হতে চলেছে। মোট প্রকল্র খরচ ধরা হয়েছে পাঁচ হাজার কোটি টাকা।

   

চার লাখের বেশি কার্বাইন উৎপাদনে সময় লাগবে। যে কারণে বেসরকারি বা সরকারি খাতে দুই নির্মাণ সংস্থাকে চুক্তিতে আবদ্ধ করার পরিকল্পনা রয়েছে। এর মানে হল যে ফার্ম সবচেয়ে ভালো বিড করেছে তারা দু লাখের বেশি কার্বাইন তৈরি করতে পারে, পরের ফার্মটি বাকি পরিমাণ কার্বাইন নির্মাণ করবে। তবে দুটি সংস্থার কাছেই শর্ত দেওয়া হবে যে অস্ত্রগুলো দ্রুত ডেলিভারি করা হবে।

Advertisements

কার্বাইনের মতো কিছু দেশীয় অস্ত্র কেন বাইরে থেকে আমদানি করা হবে, মূলত এই প্রশ্নের উত্তর পেতেই অতিরিক্ত সময় ও অর্থ বের করে দেশীয় প্রযুক্তিতে তা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উত্তর প্রদেশের একটি ভিআইপি নির্বাচনী এলাকায় AK-203 অ্যাসল্ট রাইফেল বা কালাশনিকভ ভারত ও রাশিয়ার যৌথভাবে তৈরির পরিকল্পনা নিয়ে ইতিমধ্যেই এই ধরনের প্রক্রিয়া শুরু হয়েছে। কার্বাইনের জন্য সেইরকমই একটি প্রকল্প সম্পূর্ণ করা সম্ভব বলে মনে করছে সেনা।

 

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News