Agni 4 missile: নতুন প্রজন্মের মিসাইলের সফল উৎক্ষেপন করে বিশ্বের ঘুম ওড়াল ভারত

সোমবার নিউক্লিয়ার শক্তি সম্পন্ন ব্যালেস্টিক মিসাইলের সফল টেস্ট করল ভারত। প্রায় চার হাজার কিলোমিটার দূরে অবস্থানকারী লক্ষ্যভেদে সক্ষম মিসাইল অগ্নি-ফোর (Agni 4 missile)। এদিন ওড়িশার…

Agni 4 missile

short-samachar

সোমবার নিউক্লিয়ার শক্তি সম্পন্ন ব্যালেস্টিক মিসাইলের সফল টেস্ট করল ভারত। প্রায় চার হাজার কিলোমিটার দূরে অবস্থানকারী লক্ষ্যভেদে সক্ষম মিসাইল অগ্নি-ফোর (Agni 4 missile)। এদিন ওড়িশার এপিজে আবদুল কালাম দ্বীপ থেকে সাড়ে সাতটা নাহাদ নিক্ষেপ করা হয় মিসাইলটি। যদিও এটা রুটিনমাফিক টেস্ট বলেই দাবী করছে প্রতিরক্ষা মন্ত্রক।

   

অগ্নি-ফোর এর সফল উৎক্ষেপন আগামী দিনে ভারতের নূন্যতম প্রতিরোধ থাকার নীতিকে আরও সুনিশ্চিত করে৷ সরকারের তরফে জানানো হয়েছে, এই অপারেশনের ক্ষেত্রে সমস্ত দিকের কথা মাথায় রাখা হয়েছে।

ডিফেন্স রিসার্চ ডেভলপমেন্ট অরগানাইজেশনের তরফে অগ্নি সিরিজের যে সমস্ত মিসাইল তৈরি করা হয়েছে তার মধ্যে এটি সবচেয়ে অত্যাধুনিক ব্যালেস্টিক মিসাইল। গত বছরেই ভারত অগ্নি প্রাইমের পরীক্ষা সফল হয়েছিল। যা এক থেকে দুই হাজার কিলোমিটারের মধ্য পাল্লার ক্ষমতা সম্পন্ন একটি দ্বি-পর্যায়ের ক্যানিস্টারাইজড ক্ষেপণাস্ত্র।এটা তার থেকেও অত্যাধুনিক।