লাদাখের সঙ্গে জুড়বে হিমাচল, বিশ্বের উচ্চতম সুড়ঙ্গ পাবে ভারত

বড় ঘোষণা করল বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও)। বিআরও-র ডাইরেক্টর জেনেরাল লেফটেন্যান্ট জেনারেল রাজীব চৌধুরী গত বলেন, হিমাচল প্রদেশকে লাদাখের সঙ্গে যুক্ত করার জন্য বিআরও ১৬,৫৮০…

লাদাখের সঙ্গে জুড়বে হিমাচল, বিশ্বের উচ্চতম সুড়ঙ্গ পাবে ভারত

বড় ঘোষণা করল বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও)। বিআরও-র ডাইরেক্টর জেনেরাল লেফটেন্যান্ট জেনারেল রাজীব চৌধুরী গত বলেন, হিমাচল প্রদেশকে লাদাখের সঙ্গে যুক্ত করার জন্য বিআরও ১৬,৫৮০ ফুট উচ্চতায় শিঙ্কু লা পাসে বিশ্বের সর্বোচ্চ সুড়ঙ্গ নির্মাণ করবে।

শিঙ্কু লা পাসে হিমাচল থেকে জানস্কার রোড খোলার সময় তিনি এই কথা বলেন। লেফটেন্যান্ট জেনারেল রাজীব চৌধুরী জানিয়েছেন, চলতি বছরের জুলাইয়ের মধ্যে হিমাচল প্রদেশ থেকে লাদাখের জাংস্কার উপত্যকার সঙ্গে সংযোগকারী সুড়ঙ্গ তৈরির কাজ শুরু করবে বর্ডার রোডস অর্গানাইজেশন (বিআরও)।

তিনি আরও বলেন, এই উচ্চাভিলাষী প্রকল্পটি বাস্তবায়নের জন্য কেন্দ্র ইতিমধ্যে বিআরও-র ‘প্রজেক্ট যোজক’ তৈরি করেছে। ২০২৫ সালের মধ্যে শেষ হওয়া এই সুড়ঙ্গটি জাংস্কার উপত্যকার অর্থনীতিকে বদলে দেবে বলে ধারণা করা হচ্ছে।

Advertisements

বর্তমানে মানালি থেকে লেহ রোডের দারচা পর্যন্ত ১০১ কিলোমিটার পথ পাড়ি দিতে হয় এবং তারপরে, দারচা থেকে শিঙ্কু লা পাসের দিকে মোড় নিয়ে জানস্কার উপত্যকায় প্রবেশ করতে হয়।

সুড়ঙ্গটির দক্ষিণ পোর্টালটি শিঙ্কু লা-তে এবং লখং-এ উত্তর পোর্টাল হবে। ডি-জি শিঙ্কু লা-পাদুম সড়কের পাশাপাশি মানালি-লেহ সড়কটি রেকর্ড সময়ে পুনরুদ্ধারে বিআরও কর্মীদের প্রচেষ্টার প্রশংসা করেছে।