রাষ্ট্রপুঞ্জে সোচ্চার, পাকিস্তানকে ‘অপরাধীদের স্বর্গরাজ্য’ বলে বিঁধলেন ভারত

নয়াদিল্লি: পাকিস্তানকে আবারও ‘রোগ স্টেট’ বা ‘অপরাধীদের স্বর্গরাজ্য’ বলে আন্তর্জাতিক মঞ্চে তীব্র আক্রমণ করল ভারত। রাষ্ট্রপুঞ্জে ভারতের উপ-স্থায়ী প্রতিনিধি যোজনা পটেল পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খওয়াজা আসিফের…

India Slams Pakistan UN

নয়াদিল্লি: পাকিস্তানকে আবারও ‘রোগ স্টেট’ বা ‘অপরাধীদের স্বর্গরাজ্য’ বলে আন্তর্জাতিক মঞ্চে তীব্র আক্রমণ করল ভারত। রাষ্ট্রপুঞ্জে ভারতের উপ-স্থায়ী প্রতিনিধি যোজনা পটেল পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খওয়াজা আসিফের সাম্প্রতিক এক টেলিভিশন সাক্ষাৎকারের কথা উল্লেখ করে বলেন, “পাকিস্তান দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদী গোষ্ঠীকে প্রশিক্ষণ, অর্থায়ন ও সমর্থন দিয়ে আসছে, এবং এই স্বীকারোক্তি বিশ্বের সামনে এসেছে। এটাই পাকিস্তানের আসল চেহারা।”

পহেলগাঁও জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ মানুষের মৃত্যু হয়৷ এই প্রসঙ্গ টেনে ভারতীয় প্রতিনিধি বলেন, “এই হামলা ২০০৮ সালের ২৬/১১ মুম্বই হামলার পর সবচেয়ে বড় সংখ্যক নিরস্ত্র মানুষের প্রাণ কেড়েছে। পাকিস্তান যে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক, সেটি আর অস্বীকার করার জায়গা নেই।” তিনি আরও বলেন, “বিশ্ব এখন আর সন্ত্রাসবাদের বিরুদ্ধে চোখ বন্ধ রাখতে পারবে না।”

   

খওয়াজা আসিফের স্বীকারোক্তি

পাকিস্তানির প্রতিরক্ষামন্ত্রী খওয়াজা আসিফ একটি সাক্ষাৎকারে জানান, “আমরা ৩০ বছর ধরে সন্ত্রাসবাদী গোষ্ঠীকে প্রশিক্ষণ এবং অর্থ সাহায্য দিয়েছি। এটা ছিল আমাদের ভুল, এবং এর পরিণতি আমরা ভুগেছি।” এই স্বীকারোক্তির পর, ভারতীয় প্রতিনিধি বলেন, “পাকিস্তান যে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক, তা পৃথিবী জেনে গিয়েছে। এখন আর কেউ পাকিস্তানের কর্মকাণ্ড এড়িয়ে যেতে পারবে না।”

ভারত-পাক সম্পর্কের উত্তেজনা India Slams Pakistan UN

পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। পাকিস্তানিদের ভিসা বাতিল, ৬৫ বছরের পুরনো সিন্ধু জলচুক্তি স্থগিত করা, অটারী-ওয়াঘা সীমান্ত বন্ধ করা এবং পাকিস্তানি দূতাবাসের প্রতিরক্ষা সংক্রান্ত কর্মকর্তাদের ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয়েছে। পাকিস্তানও পাল্টা পদক্ষেপ নিয়েছে, তাদের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, “যদি ভারত সিন্ধু জলচুক্তি ভঙ্গ করে, তবে সেটা যুদ্ধ হিসেবে দেখা হবে।”

এই অবস্থায়, ভারত-পাকিস্তান সম্পর্ক আরও উত্তপ্ত হয়ে উঠছে এবং আন্তর্জাতিক মঞ্চে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একজোট হয়ে লড়াই করার প্রয়োজনীয়তা আরও বেড়ে যাচ্ছে।

 Bharat: India blasts Pakistan as ‘rogue state’ at UN, citing minister’s admission of supporting terror groups. Highlights Pahalgam attack & demands global action against terrorism.