চেন্নাই: ইজরায়েলের (Israel) হামলায় গাজায় (Gaza) মৃতের সংখ্যা ইতিমধ্যেই ৬৬ হাজার ছাড়িয়েছে। কিন্তু নেতানিয়াহুর (Benjamin Netanyahu) বিরুদ্ধে এখনও পর্যন্ত ভারতকে কড়া পদক্ষেপ নিতে দেখা যায়নি বলে তোপ দেগে আসছে বিরোধীরা। কংগ্রেস, সিপিআইএম (CPIM)-এ প্রসঙ্গে নরেন্দ্র মোদীর (Narendra Modi)সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতা নিয়েও কটাক্ষ করেছেন। এবার গাজা-ইস্যুতে কেন্দ্র সরকারের কড়া পদক্ষেপের দাবী জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (M K Stalin)।
গাজায় গণহত্যা বন্ধ করতে ইজরায়েলের (Israel) বিরুদ্ধে ভারতের গর্জে ওঠা উচিৎ বলে মন্তব্য করলেন স্ট্যালিন। বুধবার তিনি বলেন, “বিজেপি-নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ইজরায়েল এবং তার পাশে থাকা দেশগুলির উপর চাপ বাড়ানো। যাতে গাজায় নির্মম গণহত্যা এবার বন্ধ হয়।” এদিন চেন্নাইয়ে সিপিআই(এম) আয়োজিত গাজা-গণহত্যা বিরোধী জনসভায় এই বক্তব্য রাখেন স্ট্যালিন।
“গাজায় ইসরায়েলের (Israel) নির্বিচারে আক্রমণ, হত্যালীলা, ত্রাণ ঢুকতে না দিয়ে দুর্ভিক্ষ তৈরি করার ঘটনায় আমাদেরকে নাড়িয়ে দিচ্ছে,” বলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। নামবিকতার স্বার্থে সিপিআই(এম)-এর ডাকা জনসভার সাধুবাদ জানান স্ট্যালিন (M K Stalin)। দীর্ঘ দু-বছর ধরে গাজায় চলা মৃত্যুমিছিল বন্ধ করতে সকলের একত্রিত হয়ে ইজরায়েলের উপর চাপ সৃষ্টি কড়া প্রয়োজন বলে মনে করছেন এম কে স্ট্যালিন।
এরপর কেন্দ্র সরকারের উপর তোপ দেগে তিনি বলেন, “গাজায় ইজরায়েল হত্যালীলা চালাচ্ছে, এই সময় ভারত সরকারের নীরবতা মোটেই বাঞ্চনিয় নয়।” সিপিআই(এম) ভারত সরকারের কাছে ইসরায়েলের সঙ্গে সমস্ত বাণিজ্য চুক্তি বাতিল করার আহ্বান জানিয়েছে। সেইসঙ্গে ইসরায়েলি সংস্থাগুলিকেও নিষিদ্ধ করারও ডাক দিয়েছে সিপিআই(এম)।