নয়াদিল্লি: ভারত-রাশিয়া প্রতিরক্ষা সহযোগিতায় ফের বড়সড় অগ্রগতি হতে চলেছে। মস্কোর সঙ্গে নয়াদিল্লির নতুন করে অতিরিক্ত এস-৪০০ ট্রায়াম্ফ সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেম কেনাবেচা নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষা রপ্তানি বিভাগের শীর্ষ আধিকারিক দিমিত্রি শুগায়েভ। তিনি রুশ রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাস-কে জানিয়েছেন, ভারত ইতিমধ্যেই এস-৪০০ ব্যবহার করছে এবং এর নতুন ডেলিভারি নিয়ে আলোচনাও এগোচ্ছে।
২০১৮ সালে কী চুক্তি হয়েছিল?
২০১৮ সালে ভারত ও রাশিয়ার মধ্যে প্রায় ৫.৫ বিলিয়ন ডলারের চুক্তি হয় পাঁচটি এস-৪০০ ইউনিট কেনার জন্য। চিনের ক্রমবর্ধমান সামরিক ক্ষমতার মোকাবিলায় এই চুক্তিকে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হয়েছিল। যদিও একাধিকবার ডেলিভারি বিলম্বিত হয়েছে। শেষ দুটি ইউনিট ২০২৬ ও ২০২৭ সালে হাতে আসবে বলে নির্ধারিত হয়েছে।
এর মধ্যেই রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ মন্তব্য করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ থাকা সত্ত্বেও ভারত রাশিয়া থেকে জ্বালানি ও সামরিক সরঞ্জাম কেনা বন্ধ করেনি—এজন্য মস্কো নয়াদিল্লির অবস্থানকে “অত্যন্ত প্রশংসনীয়” বলে মনে করছে।
রাশিয়া এখনও ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী India Russia S-400 deal
ফ্রান্স ও ইজরায়েলের কাছ থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কেনা বাড়লেও রাশিয়া এখনও ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (SIPRI)-র তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে ভারতের মোট অস্ত্র আমদানির ৩৬ শতাংশ এসেছে রাশিয়া থেকে।
শুধু এস-৪০০ নয়, ভারত-রাশিয়া দীর্ঘদিন ধরেই যৌথভাবে বহু প্রকল্পে কাজ করেছে। এর মধ্যে রয়েছে—ভারতে লাইসেন্সপ্রাপ্ত টি-৯০ ট্যাঙ্ক ও সু-৩০ এমকেআই যুদ্ধবিমান উৎপাদন, মিগ-২৯ ও কামোভ হেলিকপ্টার সরবরাহ, আইএনএস বিক্রমাদিত্য বিমানবাহী রণতরী, ভারতীয় মাটিতে একে-২০৩ রাইফেল তৈরির কারখানা এবং বহুল আলোচিত ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কর্মসূচি।
সম্প্রতি মে মাসে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ‘অপারেশন সিঁদুর’-এ এস-৪০০ সিস্টেম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শত্রুপক্ষের একাধিক আসন্ন ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হয় এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
ভারত-রাশিয়া কৌশলগত সম্পর্কের এই নতুন অধ্যায় এশিয়ার ভূ-রাজনীতিতে বড়সড় ইঙ্গিত দিচ্ছে—বিশেষত যখন পশ্চিমা চাপ উপেক্ষা করে নয়াদিল্লি মস্কোর সঙ্গে সামরিক সহযোগিতার অক্ষ আরও মজবুত করছে।
Bharat: India and Russia are in talks for an additional S-400 Triumph missile system deal, strengthening defense cooperation. Despite US pressure, Moscow remains New Delhi’s primary arms supplier, with discussions ongoing for new S-400 deliveries to boost India’s strategic defense capabilities.