করোনা বোমা বিস্ফোরণ! দেশে একদিনে আক্রান্ত ৯০ হাজারের বেশি

করোনার দৈনিক সংক্রমণ ৯০ হাজার ছুঁল৷ স্বাস্থ্য মন্ত্রকের (Union Health Ministry) প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৯০,৯২৮ জন করোনা সংক্রামিত হয়েছেন৷ দৈনিক সংক্রমণের হার…

corona india

করোনার দৈনিক সংক্রমণ ৯০ হাজার ছুঁল৷ স্বাস্থ্য মন্ত্রকের (Union Health Ministry) প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৯০,৯২৮ জন করোনা সংক্রামিত হয়েছেন৷ দৈনিক সংক্রমণের হার ৬.৪৩%। বুধবারের তুলনায় ৫৬.৬% করোনা সংক্রমণ বৃদ্ধি পেল। মঙ্গলবার ছিল ২২ হাজারের কিছু বেশি। আজ দৈনিক সংক্রমণ (Coronavirus Update India) একলাফে ৯০ হাজার।

গত ২৪ ঘণ্টায় অ্যাকটিভ কেস বাড়ল ৭০ হাজারেরও বেশি। চলতি মাসের শেষেই দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা দ্বিতীয় ঢেউয়ের মতো হয়ে যেতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।

   

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত আগের দিনের দেড়গুণেরও বেশি। পটিজিভিটি রেট আগের দিনের থেকে প্রায় ৪০% বেশি। দেশের ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৬৩০ জন। এর মধ্যে মহারাষ্ট্রে আক্রান্ত ৭৯৭ জন। দিল্লিতে আক্রান্ত ৪৯৫ জন। গত ২৪ ঘণ্টায় ভারতে প্রাণ হারিয়েছেন ৩২৫ জন। বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগী ২ লক্ষ ৮৫ হাজার ১ জন। যা আগের দিনের থেকে প্রায় ৭১ হাজার বেশি। পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় ১৯,২০৬ জন করোনামুক্ত হয়েছেন।