নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর: এশিয়া কাপে (Asia Cup) ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে বেশ কয়েকদিন যাবৎ শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। পহেলগাঁওয়ের মর্মান্তিক জঙ্গি হামলার পর থেকেই ভারত পাকিস্তানকে এক আসনে দেখতে চাননি রাজনৈতিক মহলের একাংশ। রাজনৈতিক মহলে জোর গুঞ্জন উঠেছে হামলা এবং অপারেশন সিঁদুরের পরে প্রধানমন্ত্রীর কথায় ভারতীয় প্রতিনিধিরা সারা বিশ্বে পাকিস্তানকে একঘরে করার জন্য গিয়েছিলেন।
কিন্তু এশিয়া কাপ আসতেই কেন সুর নরম করলেন মোদী এবং ভারতীয় ক্রিকেট বোর্ড। অনেকেই বলেছেন টাকা রোজগারের জন্য বোর্ড এবং কেন্দ্রীয় সরকার জাতীয় সম্মানকে ক্ষুন্ন করেছে। এ হেন ভারত পাক ম্যাচের আগের দিন আম আদমি পার্টির নেতারা পোড়ালেন পাকিস্তানী খেলোয়াড়দের কুশপুতুল। রীতিমত পেট্রল ঢেলে পাকিস্তানের জার্সি পরিহিত কুশপুতুল পোড়াতে দেখা গেল আম আদমি পার্টির সমর্থকদের।
এশিয়া কাপ ২০২৫-এর গ্রুপ এ-তে ভারত ও পাকিস্তানের মধ্যে ১৪ সেপ্টেম্বর দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ অনুষ্ঠিত হবে। এটি মাল্টিল্যাটারাল টুর্নামেন্ট হওয়ায় বিসিসিআই (বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া) সরকারের নির্দেশনা মেনে অংশ নিচ্ছে। আপের এই প্রতিবাদ স্পষ্ট জানান দিচ্ছে ভারত পাক ম্যাচ ঘিরে তাদের অসমর্থন। গতকাল শিবসেনাও এই ম্যাচ নিয়ে বিজেপি এবং ভারতীয় ক্রিকেট বোর্ডকে তুলোধোনা করেছে।
শুধু তাই নয় শিবসেনার ‘সিন্দুর রক্ষা অভিযানে নারীরা রাস্তায় নেমে ম্যাচ বাতিলের দাবি জানাচ্ছে। আপ নেতা সঞ্জয় সিং বলেছেন, “পাকিস্তান সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করছে, পহেলগাঁওয়ে ২৬ পর্যটকের রক্তাক্ত হত্যার পর অপারেশন সিঁদুরে আমরা প্রতিশোধ নিয়েছি। এখন ক্রিকেটের নামে তাদের সাথে ম্যাচ খেলা অসম্ভব। আমরা খেলোয়াড়দের কুশপুতুল পুড়িয়ে জাতীয়তাবাদ দেখাচ্ছি।”
সমোলোচককুল ও এই ম্যাচ নিয়ে যথেষ্ট ক্ষুব্ধ। সিংহভাগ মানুষই বলেছে পাকিস্তান যে সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেয় এবং তার জন্য ফান্ডিং করে তার প্রমান একাধিক ছবি এবং ভিডিওতে পাওয়া গেছে। বিশেষ করে অপারেশন সিঁদুরের পর নিহত জঙ্গিদের শেষকৃত্যে সেনাবাহিনীর সম্মানের ছবি এবং একজন দাগি জঙ্গির প্রার্থনা করার ছবি মানুষ ভোলেনি।
সূর্যের মুখে প্রজাপতি আকৃতির বিশাল গর্ত! পৃথিবীর দিকে ছুটে আসছে সৌর ঝড়
সেই পাকিস্তানের সঙ্গে আবার নিজেদের জড়ানো ভারতের পক্ষে কতটা অসম্মানের। কিন্তু মোদী এবং ভারতীয় বোর্ড জাতীয় সম্মানকে জলাঞ্জলি দিয়ে আবার পাকিস্তানের সঙ্গে খেলার সিদ্ধান্ত নিয়েছে যা প্রত্যেক ভারতবাসীকে আঘাত করেছে।