ফের পহেলগাঁও ধাঁচের হামলার ছক পাকিস্তানের? কড়া হুঁশিয়ারি কাটিয়ারের

India Pakistan Border Tension

নয়াদিল্লি: ভারতের পশ্চিম সীমান্তে ফের উত্তেজনার সুর। সেনা সূত্রে ইঙ্গিত, পাকিস্তান আবারও চেষ্টা করতে পারে ‘পহেলগাঁও’-এর মতো নৃশংস হামলা চালানোর। মঙ্গলবার এক কঠোর বার্তায় পশ্চিমাঞ্চলীয় সেনা অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল মনোজ কুমার কাটিয়ার স্পষ্ট ভাষায় সতর্ক করে দেন, “পাকিস্তান যদি ফের কোনও রকম সীমান্ত-পার সন্ত্রাসে লিপ্ত হয়, তবে জবাব হবে আরও প্রবল।”

ইসলামাবাদের অভ্যেস বদলায়নি

তিনি জানান, সম্প্রতি পরিচালিত বৃহৎ সন্ত্রাসবিরোধী অভিযান ‘অপারেশন সিঁদুর’-এর সময় পাকিস্তানকে যথাযথ জবাব দেওয়া হয়েছিল। তবু ইসলামাবাদের অভ্যেস বদলায়নি। তাঁর কথায়, “পাহালগামের মতো আরেকটি হামলার ছক পাকতে পারে পাকিস্তান। তবে আমরা ওদের প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখছি।”

   

উল্লেখযোগ্যভাবে, ‘অপারেশন সিন্দুর’ শুরু হয়েছিল ২২ এপ্রিলের পাহালগাম হামলার পর, যেখানে ২৬ জন নিরীহ নাগরিক প্রাণ হারান। অভিযানের লক্ষ্য ছিল সীমান্তের ওপারে জঙ্গি ঘাঁটি ধ্বংস করা এবং অনুপ্রবেশের চেষ্টাগুলি সম্পূর্ণরূপে নস্যাৎ করা।

পরিণতি ভয়াবহ হবে India Pakistan Border Tension

লেফটেন্যান্ট জেনারেল কাটিয়ার আরও বলেন, “পাকিস্তান জানে, এবার যদি আবারও কোনও দুঃসাহসিক পদক্ষেপ নেয়, তবে তার পরিণতি ভয়াবহ হবে।” গত মাসেও সেনাবাহিনী জানিয়েছিল, সীমান্ত-পার সন্ত্রাসে পাকিস্তান যদি ফের জড়ায়, তবে প্রতিক্রিয়া হবে “অতুলনীয় মাত্রায় ধ্বংসাত্মক”।

এর আগেই বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এ.পি. সিং জানান, ‘অপারেশন সিঁদুর’-এ ভারতের পাল্টা আঘাতে অন্তত এক ডজন পাকিস্তানি যুদ্ধবিমান, যার মধ্যে এফ-১৬-ও রয়েছে, ধ্বংস বা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি দাবি করেন, ভারতীয় বায়ুসেনার হামলায় পাকিস্তানের বহু সামরিক অবকাঠামো-তিনটি ঘাঁটির হ্যাঙ্গার, চারটি রাডার স্টেশন, দুটি কমান্ড সেন্টার এবং দুটি বিমানঘাঁটির রানওয়ে বিপর্যস্ত হয়।

সেনা ও কূটনৈতিক সূত্রে বার্তাটা স্পষ্ট, পাকিস্তান যদি ফের আগুন জ্বালাতে চায়, তবে এবার জবাব আসবে আরও জোরালো, আরও গভীর আঘাতে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন