ইহুদি নববর্ষে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

নতুন বছরকে স্বাগত জানাতে গোটা বিশ্বে ইহুদি সম্প্রদায়ের মধ্যে পালন করা হচ্ছে রোশ হাশানাহ উৎসব। এই পবিত্র উপলক্ষে মঙ্গলবার ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ইসরায়েলের রাষ্ট্রপতি…

India Israel Rosh Hashanah

নতুন বছরকে স্বাগত জানাতে গোটা বিশ্বে ইহুদি সম্প্রদায়ের মধ্যে পালন করা হচ্ছে রোশ হাশানাহ উৎসব। এই পবিত্র উপলক্ষে মঙ্গলবার ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ইসরায়েলের রাষ্ট্রপতি আইজ্যাক হার্জগকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বার্তা পাঠালেন।

রাষ্ট্রপতির শুভেচ্ছা বার্তা:

রাষ্ট্রপতি মুর্মু এক্স (পূর্বে টুইটার) প্ল্যাটফর্মে লিখেছেন— “এক্সেলেন্সি @Isaac_Herzog, ভারতের সরকার ও জনগণের পক্ষ থেকে আমি আপনাকে এবং সমগ্র ইহুদি সম্প্রদায়কে আন্তরিক #RoshHashanah শুভেচ্ছা জানাচ্ছি। নতুন বছর সবার জীবনে শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য বয়ে আনুক।”

   

প্রধানমন্ত্রীর শুভেচ্ছা:

এর আগে সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে শুভেচ্ছা জানান। মোদী এক্স-এ লিখেছেন— “Shana Tova! আমার বন্ধু প্রধানমন্ত্রী @netanyahu, ইসরায়েলের জনগণ এবং বিশ্বব্যাপী ইহুদি সম্প্রদায়কে #RoshHashanah উপলক্ষে উষ্ণ শুভেচ্ছা। নতুন বছর শান্তি, আশা এবং সুস্বাস্থ্যে পরিপূর্ণ হোক।”

বিদেশ মন্ত্রীর বার্তা:

ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদোন সাআরকে শুভেচ্ছা জানান। তিনি লিখেছেন— “#RoshHashanah উপলক্ষে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী @gidonsaar এবং সমগ্র ইসরায়েলবাসীকে উষ্ণ শুভেচ্ছা জানাই। নতুন বছর শান্তি, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য বয়ে আনুক। Shana Tova!”

লোকসভা স্পিকারের শুভেচ্ছা:

লোকসভা স্পিকার ওম বিরলাও শুভেচ্ছা জানান ইসরায়েলি পার্লামেন্ট ‘কনেসেট’-এর স্পিকার আমির ওহানাকে। তাঁর বার্তা— “শুভ #RoshHashanah উপলক্ষে স্পিকার @AmirOhana, ইসরায়েলের জনগণ এবং বিশ্বব্যাপী ইহুদি সম্প্রদায়কে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। নতুন বছর আশা, শান্তি ও আশীর্বাদে পরিপূর্ণ হোক।”

Advertisements
রোশ হাশানাহর তাৎপর্য:

রোশ হাশানাহ ইহুদি ক্যালেন্ডারের নতুন বছরকে সূচনা করে। চলতি বছর ইহুদি বর্ষপঞ্জি অনুসারে ৫৭৮৬তম বছর শুরু হলো। এই উৎসব ইহুদি ধর্মে অন্যতম প্রধান এবং তাৎপর্যপূর্ণ। সাধারণত টানা দু’দিন ধরে পালিত হয় এই উৎসব, যার মধ্যে রয়েছে দীর্ঘ সময়ের প্রার্থনা, উপাসনা, পারিবারিক মিলন এবং আত্মসমালোচনার অনুষ্ঠান।

ইহুদি ধর্মবিশ্বাস অনুযায়ী, এই দিনটিকে মনে করা হয় ঈশ্বর প্রত্যেক মানুষের কর্মফল বিচার করেন এবং আগামী বছরের ভাগ্য ‘বুক অব লাইফ’-এ লিপিবদ্ধ করেন। তাই রোশ হাশানাহ শুধু উৎসব নয়, এটি আত্মশুদ্ধি, আধ্যাত্মিক নবীকরণ ও ক্ষমা প্রার্থনার দিন হিসেবেও বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

ভারত-ইসরায়েল সম্পর্কের উষ্ণতা:

ভারত ও ইসরায়েলের সম্পর্ক বহুদিনের এবং সাম্প্রতিক সময়ে আরও ঘনিষ্ঠ হয়েছে। প্রতিরক্ষা, প্রযুক্তি, কৃষি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। রোশ হাশানাহ উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও লোকসভা স্পিকারের শুভেচ্ছা বার্তা এই কূটনৈতিক সম্পর্কের সৌহার্দ্য ও দৃঢ় বন্ধনকেই আরও স্পষ্ট করে তুলেছে।

বিশ্বের নানা প্রান্তে বসবাসকারী ইহুদি সম্প্রদায়ের কাছে রোশ হাশানাহ এক নতুন সূচনা, আশার বার্তা এবং শান্তি প্রতিষ্ঠার প্রতীক। ভারত থেকে পাঠানো এই শুভেচ্ছা নিঃসন্দেহে দুই দেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক ও মানবিক বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News