দেবীপক্ষে কার্যকর GST 2.0: কোন কোন জিনিস হল সস্তা?

ভারতের কর-নীতিতে এক ঐতিহাসিক পদক্ষেপ নিল কেন্দ্র। আজ, ২২শে সেপ্টেম্বর ২০২৫, নবরাত্রির প্রথম দিন থেকেই কার্যকর হলো জিএসটি সংস্কার বা GST 2.0। এর ফলে দেশের…

India GST 2.0 Price Reduction

ভারতের কর-নীতিতে এক ঐতিহাসিক পদক্ষেপ নিল কেন্দ্র। আজ, ২২শে সেপ্টেম্বর ২০২৫, নবরাত্রির প্রথম দিন থেকেই কার্যকর হলো জিএসটি সংস্কার বা GST 2.0। এর ফলে দেশের সাধারণ মানুষের জীবনে সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে। মুদিখানা থেকে দুগ্ধজাত দ্রব্য, রান্নাঘরের জিনিস, শিশুদের শিক্ষা সামগ্রী, স্বাস্থ্যসেবা, এমনকি গাড়ি, বাইক, টিভি ও এসি পর্যন্ত—সব কিছুর দাম কমছে। তবে বিলাসবহুল ও ক্ষতিকারক পণ্যের উপর কর বাড়ানো হয়েছে, যা আরও ব্যয়বহুল হয়ে উঠবে।

কোন কোন জিনিস এখন একেবারে ‘জিএসটি-মুক্ত’?

নতুন কাঠামোয় বেশ কিছু খাদ্যপণ্য ও শিক্ষাসামগ্রীতে ০% জিএসটি প্রযোজ্য হয়েছে। এর মধ্যে রয়েছে—

   
  • ইউএইচটি দুধ, ছানা-পনির, সব ধরনের রুটি, রেডি-টু-ইট রুটি ও পরোটা
  • শিশুদের নোটবুক, পেন্সিল, মানচিত্র-চার্ট, অ্যাটলাস, ল্যাব নোটবুক
  • ৩৩টি জীবন রক্ষাকারী ওষুধ (যার মধ্যে ৩টি ক্যান্সারের ওষুধও রয়েছে)
  • ব্যক্তিগত স্বাস্থ্য ও জীবন বিমা পলিসি

নিত্যপ্রয়োজনীয় জিনিস সস্তা হল India GST 2.0 Price Reduction

প্রধান পরিবর্তন এসেছে ৫% কর স্ল্যাবে। আগে ১২%-১৮% করের আওতায় থাকা বহু জিনিস এখন সস্তা হচ্ছে—

খাদ্যপণ্য: ভোজ্যতেল, মাখন-ঘি, চিনি-মিষ্টি, পাস্তা-নুডলস, চকোলেট, ফলের রস, ডাবের জল

গার্হস্থ্য পণ্য: সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, শেভিং প্রডাক্ট, সাধারণ রান্নাঘরের সরঞ্জাম, সেলাই মেশিন, শিশুদের ডাইপার

ইলেকট্রনিক্স: টিভি, এসি, ডিশওয়াশার (২৮% থেকে ১৮%)

কৃষি সরঞ্জাম: ট্রাক্টর, ফসল কাটার মেশিন, সার, সেচযন্ত্র

স্বাস্থ্য সরঞ্জাম: থার্মোমিটার, গ্লুকোমিটার, মেডিকেল গ্লাভস, চশমা

গাড়ি-বাইক: ছোট গাড়ি, ৩৫০ সিসির কম বাইক, অ্যাম্বুলেন্স ও বাণিজ্যিক যানবাহন

পোশাক ও টেক্সটাইল

২,৫০০ টাকার নিচে পোশাকের উপর কর নামানো হয়েছে ১২% থেকে ৫%-এ। তবে ২,৫০০ টাকার বেশি দামের পোশাকের কর বেড়ে দাঁড়িয়েছে ১৮%-এ।

Advertisements

সস্তা হলো পরিষেবাও

প্রতিদিন ৭,৫০০ টাকার নিচে হোটেল ভাড়া: ১২% থেকে ৫%

সিনেমা হলের ১০০ টাকার নিচের টিকিট: ১২% থেকে ৫%

বিউটি সার্ভিস: ১৮% থেকে ৫%

কোন জিনিসপত্র হবে আরও ব্যয়বহুল?

সরকার ক্ষতিকারক ও বিলাসবহুল খাতে কর বাড়িয়েছে।

বড় এসইউভি, প্রিমিয়াম গাড়ি, ৩৫০ সিসির বেশি মোটরসাইকেল, হাইব্রিড ও রেসিং কারে ৪০% কর

সিগারেট, সিগার ও তামাকজাত দ্রব্যে ৪০% কর

ক্যাসিনো, রেস ক্লাব ও জুয়া খেলায় প্রবেশাধিকারেও ৪০% কর

কার্বনেটেড, স্বাদযুক্ত ও ক্যাফিনযুক্ত পানীয়তেও ৪০% কর

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News