HomeBharatIndian defence: শত্রুর বুকে কাঁপুনি ধরিয়ে সাজছে ভারতের অস্ত্রভাণ্ডার

Indian defence: শত্রুর বুকে কাঁপুনি ধরিয়ে সাজছে ভারতের অস্ত্রভাণ্ডার

- Advertisement -

প্রতিরক্ষা ক্ষেত্রে আরও শক্তিশালী হওয়ার পথে ভারত। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, এবার ভারত ব্রহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটি নতুন এয়ার-লঞ্চ সংস্করণ তৈরি করছে, যা ৮০০ কিলোমিটারেরও বেশি দূরত্বে চোখের নিমেষে শত্রুর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হবে।

এর আগে প্রথম এসইউ-৩০এমকেআই যুদ্ধবিমান থেকে উৎক্ষেপণের পর প্রায় ৩০০ কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানার ক্ষমতা ছিল এই ক্ষেপণাস্ত্রের।

   

এক প্রতিরক্ষা আধিকারিক সংবাদমাধ্যমকে জানান, ‘ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের পাল্লা ইতিমধ্যেই বাড়ানো হয়েছে এবং উচ্চতায় আকাশপথে যাওয়ার সুবিধা নিয়ে ক্ষেপণাস্ত্রটি দীর্ঘ দূরত্ব অতিক্রম করে ৮০০ কিলোমিটার বা তার বেশি দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।’ ভারত সম্প্রতি কৌশলগত ক্ষেপণাস্ত্রের পরিসীমা বাড়িয়েছে এবং এটি তার সফ্টওয়্যারে মাত্র একটি আপগ্রেড-এর মাধ্যমে ৫০০ কিলোমিটারেরও বেশি যেতে পারে।

শত্রুর বুকে কাঁপুনি ধরিয়ে ভারতীয় বায়ুসেনা তার এসইউ-৩০ যুদ্ধবিমানের মধ্যে প্রায় ৪০টি ব্রহ্মস ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে সজ্জিত করেছে। চিনের সঙ্গে সংঘাতের শিখরের সময় তাঞ্জাভুরে তাদের হোম বেস থেকে উত্তরাঞ্চলে এই বিমানগুলি নিয়ে এসেছিল।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular