“উধাও India Gate”! বিরোধীদের তোপের মুখে বিজেপি

নয়াদিল্লি: ধোঁয়াশায় অদৃশ্য হয়ে যাচ্ছে ইন্ডিয়া গেট (India Gate)! সুপ্রিম কোর্টে দিল্লির বায়ুদূষণ নিয়ে শুনানির দিনই নতুন করে বিজেপিকে কটাক্ষ ছুঁড়ল আপ-কংগ্রেস-শিবসেনা। সোমবার ধোঁয়াশায় আবছা হয়ে যাওয়া ইন্ডিয়া গেটের একটি ছবি এক্সে পোস্ট করে আম আদমি পার্টি (AAP) লেখে, “দিল্লিতে ইন্ডিয়া গেট অদৃশ্য হয়ে গেছে! সরকার AQI-এর তথ্যকে যতই ধাপাচাপা দেওয়ার চেষ্টা করুক না কেন, ধোঁয়াশার আড়ালে অদৃশ্য হয়ে যাওয়া ইন্ডিয়া গেট বিজেপির আসল চেহারা উন্মোচিত করে দিয়েছে।”

Advertisements

আপের পাশাপাশি উদ্ভব সেনার আদিত্য ঠাকরেও (Aditya Thackeray) দিল্লির ভয়াবহ দূষণ নিয়ে বিজেপিকে সরকারকে তুলোধোনা করেছেন। এক্সে দিল্লির দূষণকে “উদ্বেগজনক” বলার পাশাপাশি তিনি বলেন, “আরও উদ্বেগজনক বিষয় হল প্রকৃত AQI সংখ্যা লুকানোর কৌশল। কেন্দ্র এবং রাজ্য সরকারের দিল্লির পরিস্থিতি মেনে নিতে এবং জলবায়ু পরিবর্তনের সত্যতায় সামাজিক-রাজনৈতিক ঐকমত্য আনতে সমস্যা কী?”

   

AQI-এর তথ্যে হস্তক্ষেপের দাবী আপ নেতার

একটি ভিডিও বার্তায় দিল্লির প্রাক্তন মন্ত্রী তথা আপ নেতা সৌরভ ভরদ্বাজ (Saurabh Bharadwaj) দাবী করেছেন, AQI-এর তথ্যে হস্তক্ষেপ করা হচ্ছে। দিল্লির AQI মনিটরিং স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকা দুটি ট্রাককে দেখিয়ে আপ নেতা দাবী করেন, ওই ট্রাক দুটি থেকে AQI মনিটরিং মেশিনের উপর অনবরত জল ছেটানো হচ্ছে। যার ফলে বায়ুর সঠিক গুণগত মান দিতে পারছে না মেশিনটি।

দিল্লির পরিস্থিতি বদলের জন্য মোদী-রেখার কাছে আর্জি জানান প্রিয়াঙ্কা

Advertisements

প্রসঙ্গত, দিল্লির ভয়াবহ বায়ু দূষণ পরিস্থিতিনিয়ন্ত্রনের জন্য প্রধানমন্ত্রী ও দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তর (Rekha Gupta) কাছে আর্জি জানান কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। পাশাপাশি, দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক নেতাদের দিল্লির বায়ুদূষণ পরিস্থিতি নিয়ন্ত্রণে কেন্দ্র এবং রাজ্য সরকারকে সহায়তা করার আহ্বান জানান ওয়েনাডের সাংসদ।

সুপ্রিম কোর্ট কি বলল?

উল্লেখ্য, সোমবার দিল্লির ভয়াবহ বায়ু দূষণ নিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) শুনানি ছিল। কিন্তু কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ সংস্থার রিপোর্ট ‘অসম্পূর্ণ’ ছিল বলে উল্লেখ করেন প্রধান বিচারপতি বি আর গাভাই। দীপাবলির সময় দিল্লির ৩৭ টি AQI মনিটরিং মেশিনের মধ্যে মাত্র ৯ টি কার্যকর ছিল বলে আদালতকে জানানো হয়।