
সিন্ধু জলচুক্তিকে কার্যত স্থগিত রেখে এবার জম্মু-কাশ্মীরের চেনাব বা চন্দ্রভাগা নদীর ওপর বড়সড় রণকৌশল নিতে শুরু করল ভারত। পাকিস্তানের জলের ‘লাইফলাইন’ হিসেবে পরিচিত এই নদী অববাহিকায় চারটি বিশাল জলবিদ্যুৎ প্রকল্পের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যেই পাকল দুল ও কিরু প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ভারতের এই পদক্ষেপে পাকিস্তান তীব্র উদ্বেগে রয়েছে, কারণ তাদের কৃষি ও অর্থনীতির ৯০ শতাংশই এই নদী ব্যবস্থার ওপর নির্ভরশীল।
কড়া নজরদারিতে চার মেগা প্রজেক্ট
সম্প্রতি দুই দিনের সফরে জম্মু-কাশ্মীরের বিদ্যুৎ প্রকল্পগুলি পরিদর্শন করেন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী মনোহর লাল খাট্টর। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, এখন থেকে প্রতিটি প্রকল্পের কাজ কড়া সময়সীমার মধ্যে শেষ করতে হবে। কেন্দ্র যে প্রকল্পগুলিতে গতি বাড়িয়েছে সেগুলি হল-
পাকল দুল (১০০০ মেগাওয়াট): ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে এটি চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। এটি চেনাব অববাহিকার বৃহত্তম এবং ভারতের সর্বোচ্চ (১৬৭ মিটার) বাঁধ। গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি সিন্ধু জলচুক্তির আওতাভুক্ত পশ্চিমের নদীগুলির ওপর ভারতের প্রথম ‘স্টোরেজ’ প্রকল্প।
কিরু (৬২৪ মেগাওয়াট): পাকল দুল প্রকল্পের সঙ্গেই ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে এটি চালুর লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।
কওয়ার (৫৪০ মেগাওয়াট): ২০২৮ সালের মার্চের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করতে হবে। চলতি বছরের শুরুতেই এই প্রকল্পের জন্য চেনাব নদীর গতিপথ সফলভাবে ঘোরানো হয়েছে।
রাটলে (৮৫০ মেগাওয়াট): দীর্ঘ টালবাহানার পর এই প্রকল্পের কাজও দ্রুতগতিতে এগিয়ে নেওয়া হচ্ছে। ২০২৮ সালের মধ্যে এর কাজ সম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে।
পাকিস্তানের গলার কাঁটা কেন এই প্রকল্পগুলি? India fast-tracks dams on Chenab
পাকিস্তানের প্রায় ৯২ শতাংশ কৃষি জমি সিন্ধু অববাহিকার জলের ওপর দাঁড়িয়ে। যার তিন-চতুর্থাংশ আসে ভারতের মধ্য দিয়ে প্রবাহিত পশ্চিমের নদীগুলি থেকে। পাকল দুল বা রাটলের মতো প্রকল্পের মাধ্যমে ভারত এখন শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদন নয়, বরং জলপ্রবাহের সময়ও নিয়ন্ত্রণ করার ক্ষমতা অর্জন করবে। পাকিস্তানের দাবি, ভারত জলকে ‘কূটনৈতিক অস্ত্র’ হিসেবে ব্যবহার করার প্রস্তুতি নিচ্ছে।
সিন্ধু চুক্তির বর্তমান পরিস্থিতি
২০২৫ সালের এপ্রিলে পেহেলগামে জঙ্গি হামলার পর ভারত সরকার ১৯৬০ সালের সিন্ধু জলচুক্তি (Indus Waters Treaty) স্থগিত করার ঘোষণা দিয়েছিল। ভারতের যুক্তি, পাকিস্তান সীমান্তে সন্ত্রাস বন্ধ না করলে জল নিয়ে সহযোগিতা সম্ভব নয়। এই চুক্তির ফলে ভারত আগে পশ্চিমের নদীগুলির ওপর বড় বাঁধ দিতে পারত না, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই সব বাধ্যবাধকতা সরিয়ে রেখেই এগোচ্ছে দিল্লি।
Bharat: India fast-tracks four mega hydropower projects on the Chenab river following the Indus Waters Treaty suspension. With Pakal Dul and Kiru set for 2026 commissioning, New Delhi asserts strategic control over water flows to Pakistan. Read more.










