নয়াদিল্লি: দীর্ঘ পাঁচ বছর বন্ধ থাকার পর অবশেষে চিনা নাগরিকদের জন্য পর্যটন ভিসা চালু করছে ভারত। আগামী ২৪ জুলাই, ২০২৫ থেকে চিনা নাগরিকরা ভারতের ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে নয়াদিল্লির ভারতীয় দূতাবাসের তরফে।
২০২০ সালে গালওয়ান উপত্যকায় ভারত-চিন সংঘর্ষের পর ক্রমবর্ধমান উত্তেজনার জেরে বন্ধ হয়ে গিয়েছিল পর্যটন ভিসা। এবার সেই নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ভারত (India China Tourist Visa)।
দূতাবাসের ঘোষণা
চিনের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Weibo-তে একটি পোস্টে ভারতীয় দূতাবাস জানিয়েছে, “২৪ জুলাই থেকে চিনা নাগরিকরা ভারতের পর্যটন ভিসার জন্য আবেদন করতে পারবেন। অনলাইনে ফর্ম পূরণ করে প্রিন্ট করতে হবে, এরপর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বেইজিং, সাংহাই বা গুয়াংজু-র ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে গিয়ে আবেদন জমা দিতে হবে।”
ভারতের এই সিদ্ধান্তকে চিনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম Global Times “পাঁচ বছর পর ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু” বলে উল্লেখ করেছে।
উত্তেজনার পটভূমিতে ভিসা বন্ধ
২০২০ সালের গালওয়ান উপত্যকার সীমান্ত সংঘর্ষে ভারত-চিন সম্পর্ক ব্যাপকভাবে তলানিতে ঠেকে। তারপর ভারত একাধিক চিনা অ্যাপ নিষিদ্ধ করে, বিনিয়োগের ওপর বিধিনিষেধ আনে এবং বিমান পরিষেবা সীমিত করে দেয়। একইসঙ্গে কোভিড-১৯-এর অজুহাতে চিন প্রায় ২২ হাজার ভারতীয় ছাত্রকে দেশে ফিরতে দেয়নি। ভারতের তরফে সেই সময় চিনা নাগরিকদের ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দেওয়া হয়।
২০২২ সালে IATA (International Air Transport Association) জানিয়ে দেয়, চিনা নাগরিকদের সব পর্যটন ভিসা আর বৈধ নয়।
সম্পর্কের বরফ গলছে?
২০২৫ সালের জানুয়ারিতে ভারত-চিন সরাসরি বিমান পরিষেবা ফের চালু হয়। তার আগেই বিদেশ সচিব বিক্রম মিস্রির চিন সফরে দুই দেশ কেলাস-মানস সরোবর যাত্রা ফের চালুর সিদ্ধান্তে পৌঁছয়। মনে করা হচ্ছে, ধীরে ধীরে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিচ্ছে দুই পক্ষই।
চিনা পর্যটকদের ভারতে আগমনের উপর এতদিন নিষেধাজ্ঞা থাকলেও এবার আবার ভারতের ঐতিহাসিক স্থান ও আধ্যাত্মিক গন্তব্যগুলি ঘুরে দেখার সুযোগ পাচ্ছেন তারা।