পাটনা: হার-জিত তো দূরস্থ! বিহার বিধানসভা নির্বাচনে লড়াইয়ের ময়দানেই নেই ইন্ডি জোট (INDIA BLock)! সোমবার এমনটাই দাবী করলেন ভোটকুশলী তথা জন সুরজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর ওরফে পিকে (PK)। ভোটের দামামা বাজতেই আরজেডি নেতা তথা মহাজোটের মুখ্যমন্ত্রীর মুখ তেজস্বী যাদব যতই জোড়ালো ভাষণ দিক, জনসভা করুক না কেন, “গত ৫ দিনে তাঁর বক্তব্যের কোনও অর্থ নেই”, বলে উল্লেখ করলেন পিকে।
বরং, তিনি দাবী করলেন বিহার বিধানসভা নির্বাচনে(Bihar Assembly Election) লড়াই এনডিএ এবং জন সুরজের মধ্যেই হতে চলেছে। এদিন সংবাদ সংস্থাকে পিকে বলেন, “আমরা প্রতিটা বিধানসভা আসনে প্রচার করছি। আসন্ন নির্বাচনে তৃতীয় স্থানে রয়েছে মহাগাঁঠবন্ধন। গত ৫ দিনে তেজস্বী যাদব যে ঘোষণাগুলি করেছেন তার কোনও অর্থ নেই। প্রতিযোগিতায় প্রাসঙ্গিক থাকার জন্য উনি এসব বলছেন। কিন্তু কেউ তাঁর কথায় আমল দিচ্ছে না”।
বিহারের রাজনীতিতে নতুন ইতিহাস তৈরি হবে বলেছিলেন পিকে
প্রসঙ্গত, রবিবার মধুবনীতে একটি জনসভায় সাংবাদিকদের পিকে বলেছিলেন, নীতিশ-লালুকে সরিয়ে বিহারের জনগণ এবার নতুন কিছু চাইছে। তিনি বলেন, “গত ৩০ বছর ধরে লালুর ভয়ে নীতিশ (Nitish Kumar) এবং নীতিশের ভয়ে লালুকে ভোট দেওয়ার ধারা এবার বন্ধ হবে। বিহারের রাজনীতিতে নতুন ইতিহাস তৈরি হতে চলেছে।”
তিনি আরও বলেন, “বিহারে নতুন বিকল্পের আবির্ভাব ঘটছে এবং সেই বিকল্প কোনও নেতা, কোনও পরিবার বা বর্ণের নয়, বরং এটি বিহারের সন্তানদের। জন সুরজ পার্টির (Jan Suraaj Party) সরকার গঠিত হলে, জীবিকার জন্য কাউকে রাজ্য ছেড়ে যেতে হবে না।”
“বিহারের নায়ক হতে পারবেন না তেজস্বী”!
লালু যাদব এবং আরজেডির বিরুদ্ধে তোপ দেগে প্রশান্ত কিশোর বলেন, “যারা বিহারকে ধ্বংস করেছেন, যদি তাঁদেরকেই নায়ক বলা হয়, খলনায়ক তাহলে কারা?” মহাগাঁঠবন্ধনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব (Tejaswi Yadav), যিনি বিহার বিধানসভার বিরোধী দলনেতাও, তাঁকে তাঁর সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় “বিহারের নায়ক” বলে সম্বোধন করছেন। এই প্রশ্নে এই “বিস্ফোরক” জবাব দেন প্রশান্ত কিশোর।
NDA-কেও ধুয়ে দিলেন পিকে
পাশাপাশি, এনডিএ-র তীব্র সমালোচনা করে পিকে বলেন, “এনডিএ-তে লালু যাদব এবং তেজস্বী যাদবকে গালি দেওয়া ছাড়া কেউ আর কিছুই বলছে না”। তিনি এনডিএ-র মিথ্যা প্রতিশ্রুতির সমালোচনা করে বলেন, “দুই কোটি কর্মসংস্থান, স্টার্টআপ ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়ার কী হল? আমরা কাজে বিশ্বাস করি। আমরা আগামী ৫ বছরে কী করব সে সম্পর্কে জনগণকে সবকিছু বলছি।”


