দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে মোদী সরকার! এই অভিযোগ তুলে পথে নামতে চলেছে ইন্ডি জোটের (INDIA) নেতারা। তিহার জেলে থাকাকালীন কেজরিওয়ালের স্বাস্থ্যের ব্যাপক অবনতি হয়েছে বলে দাবি আম আদমি পার্টির। আর এরই প্রতিবাদে ৩০ জুলাই প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে ইন্ডি জোট (INDIA)।
কেজরিওয়ালের মেডিক্যাল রিপোর্টের প্রসঙ্গ উল্লেখ করে আপ দাবি করেছে, ৩ জুন থেকে ৭ জুলাইয়ের মধ্যে কেজরিওয়ালের সুগার লেভেল ২৬ বার কমেছে। দলের তরফে জানানো হয়েছে, কেজরিওয়ালের স্বাস্থ্যের অবনতির প্রতিবাদে ইন্ডি জোট ৩০ জুলাই যন্তর মন্তরে একটি বড় সমাবেশ করবে। এনডিএ সরকার এবং লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর জীবন নিয়ে খেলা করার অভিযোগ তুলেছে দিল্লির শাসক দল।
বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে দিল্লির মন্ত্রী অতিশি বলেন, বিজেপি দিল্লির মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাঁর অভিযোগ, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) দিল্লির মানুষের বিরুদ্ধে সব ধরনের ষড়যন্ত্র করছে। দিল্লির মানুষের কাজ বন্ধ করে দিচ্ছে। দিল্লির মানুষের টাকা আটকে দিচ্ছে। দিল্লিবাসীর জন্য কাজ করা অরবিন্দ কেজরিওয়াল, মণীশ সিসোদিয়া এবং সত্যেন্দ্র জৈনকে গ্রেফতার করেছে বিজেপি।
প্রকাশিত NEET-UG সংশোধিত ফলাফল, কিন্তু অমিল ওয়েবসাইটে! কী বলছে কেন্দ্র?
অতিশির দাবি, বিজেপি যখন জানতে পারে যে কেজরিওয়ালের সুপ্রিম কোর্ট থেকে জামিন পাওয়ার সম্ভাবনা রয়েছে, তখন পরিকল্পনা মাফিক তাঁকে সিবিআই দিয়ে গ্রেফতার করায়।
দিল্লির মন্ত্রীর কথায়, ওরা ভালোমতই জানেন গত ৩০ বছর ধরে কেজরিওয়ালের ডায়াবেটিস রয়েছে। হেফাজতে তাঁর ওজন সাড়ে ৮ কেজি কমে গিয়েছে। একটি গ্লুকোমিটার সারা দিন কেজরির শর্করার মাত্রা পর্যবেক্ষণ করে। এই ডিভাইসের যাবতীয় তথ্য এলজি এবং কেন্ত্রীয় সরকারের কাছে রয়েছে। কেজরিওয়ালের শরীরের শর্করার মাত্রা অনেকটাই নেমে গিয়েছে বলে দাবি করেছেন অতিসি।
গত সপ্তাহে ভিকে সাক্সেনা দিল্লির মুখ্য সচিবকে চিঠি লিখে কেজরিওয়ালের শারীরিক অবস্থার কথা জানান। তিনি লেখেন, তিহার জেল সুপারের দেওয়া রিপোর্টে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী ইচ্ছাকৃতভাবে কম ক্যালোরি গ্রহণ করছেন। লেফটেন্যান্ট গভর্নর কেজরিওয়ালের রক্তে শর্করার মাত্রা পর্যবেক্ষণের জন্য জরুরি পদক্ষেপ করার দাবি জানিয়েছেন।
সৌমিত্রকে কি গ্রেফতার করবে রাজ্য পুলিশ? কী বলল কলকাতা হাইকোর্ট