ভারত-বাংলাদেশের পারস্পরিক সামরিক সহযোগিতায় জোর, এক ডজন সমঝোতা

Indian Prime Minister Narendra Modi and Bangladesh Prime Minister Sheikh Hasina are seen smiling and shaking hands at a formal event. Both leaders are dressed in traditional attire; Modi is in a white kurta with a beige jacket, while Hasina is in a colorful saree."

চিন সফরের আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে গুরুত্ব পেল পারস্পরিক সমরিক সহযোগিতা। শনিবার নয়াদিল্লিতে ভারত-বাংলাদেশের (India-Bangladesh) মধ্যে ১২টি বিষয়ে সমঝোতা হয়েছে। প্রধানমন্ত্রী মোদীর টানা তৃতীয় দফায় সরকার গঠনের অনুষ্ঠানে সৌজন্য সাক্ষাতের পরেই ফের শেখ হাসিনার কূটনৈতিক সফর হল।

শনিবার ভারত সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হয় দিল্লির হায়দরাবাদ হাউসে। বৈঠকে একডজল সমঝোতা স্মারক সই হয়।

   

একনজরে ভারত-বাংলাদেশ সমঝোতাগুলি:
বাংলাদেশ-ভারত ডিজিটাল পার্টনারশিপ।
২. ভারত-বাংলাদেশ গ্রিন পার্টনারশিপ।
৩. সমুদ্র সহযোগিতা।
৪. স্বাস্থ্য ও ওষুধ সংক্রান্ত সমঝোতা নবায়ন।
৫. ভারতের ইন-স্পেস এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সমঝোতা।
৬. দুই দেশের রেল মন্ত্রকের মধ্যে সংযোগ সংক্রান্ত সমঝোতা।
৭. সমুদ্র বিষয়ে গবেষণার সমঝোতা।

ভারত-বাংলাদেশের পারস্পরিক সামরিক সহযোগিতায় জোর, এক ডজন সমঝোতা

প্রশ্ন ফাঁস বিতর্কের মধ্যেই এবার স্থগিত CSIR-UGC-NET পরীক্ষা

৮. দুর্যোগ মোকাবিলা ও ব্যবস্থাপনায় ভারতের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি ও বাংলাদেশ ত্রাণ ও দুর্যোগ মন্ত্রকের সমঝোতা নবায়ন।
৯. মৎসম্পদের উন্নয়নে সমঝোতা নবায়ন।
১০. কৌশলগত সামরিক শিক্ষা সহযোগিতায় ভারতের ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ ওয়েলিংটন এবং বাংলাদেশের মিরপুর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের মধ্যে সমঝোতা।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর মুখ্যসচিব তোফাজ্জল হোসেন মিয়া জানান, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সফর। এইচ সফরের বহুমাত্রিক তাৎপর্য রয়েছে। বাংলাদেশ নিয়ে ভারতের বিশেষ আগ্রহ স্পষ্ট হচ্ছে আঞ্চলিক প্রেক্ষাপটে।

উদ্বোধনের কয়েক মাসেই ১৮ কোটির অটল সেতুতে ফাটল! অভিযোগ কংগ্রেসের, মুখ খুলল বিজেপি

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন