চরম সঙ্কটে ইন্ডিয়া জোট, এক ধাক্কায় কমতে পারে ৬ আসন সংখ্যা

জিতেও স্বস্তি নেই বিরোধী শিবিরে। কারন সদ্য জয়ী ইন্ডিয়া জোটের ৬ সাংসদ হারাতে চলেছে তাদের পদ। তাদের ২৩৪ আসন এক ধাক্কায় কমে দাঁড়াতে পারে ২২৮-এ।…

Rahul Gandhi to visit Hathras meet kin of victims

জিতেও স্বস্তি নেই বিরোধী শিবিরে। কারন সদ্য জয়ী ইন্ডিয়া জোটের ৬ সাংসদ হারাতে চলেছে তাদের পদ। তাদের ২৩৪ আসন এক ধাক্কায় কমে দাঁড়াতে পারে ২২৮-এ। ২০১৪ সালে ৪৪, ২০১৯ সালে ৫২টি আসন ছিল কংগ্রেসের । তবে চব্বিশের লোকসভা ভোটে দুর্দান্ত পারফরম্যান্স করেছে কংগ্রেস। এবার ৯৯টি আসনে জয়ী হয়েছে রাহুল গান্ধীদের দল। যে কারণে প্রায় ১০ বছর পর ফের লোকসভায় ‘বিরোধী দলনেতা’ পদটিও ফিরতে চলেছেন তিনি। তবে এবার রাজ্যসভা নিয়ে সংকটে পড়েছে এই কংগ্রেসের দল।

২০২৪ এর লোকসভা নির্বাচনে ৩০০-র গণ্ডিও টপকাতে পারেনি NDA। তাই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হয়েছে BJP। অন্যদিকে ২৩০-এর বেশি আসন পাওয়ার পরেও সরকার গড়ার চেষ্টা করেনি ইন্ডিয়া জোট। বরং বিরোধী দলের ভূমিকাই গ্রহণ করতে চলেছেন তারা। এতদিন কংগ্রেসের ২৮জন সাংসদ ছিলেন। তবে এর মধ্যে থেকে দু’জন এবার লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন। সেই কারনেই তাঁদের নিজ নিজ পদ থেকে ইস্তফা দিতে হবে। সেক্ষেত্রে কংগ্রেসের সাংসদ সংখ্যা কমে দাঁড়াবে ২৬। এখানেই সমস্যা তৈরি হয়েছে।

   

এবারের লোকসভা ভোটে প্রার্থী হয়েছিলেন কেরলের রাজ্যসভা সাংসদ কেসি বেণুগোপাল ও হরিয়ানার রাজ্যসভা সাংসদ দীপেন্দ্র সিং হুডা। দু’জনেই জয়ী হয়েছেন। এবার তাঁরা যদি লোকসভার সাংসদে স্থান পেলে তাঁদের রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিতে হবে। এই কারণেই চাপে পড়তে পারে কংগ্রেস। এই বিষয়ে চিন্তিত রাহুলের দল।