বিতর্কের মাঝেই IND vs PAK ক্রিকেট ম্যাচ! অযোধ্যায় পুজো দিলেন সাধুরা

নয়াদিল্লি: ২২ এপ্রিল পহেলগামে জঙ্গি হামলায় ২৬ জন নিরীহের রক্তস্রোত বওয়ার পরেও IND vs PAK ক্রিকেট ম্যাচে সম্মতি জানিয়েছে ভারত! এই নিয়ে কেন্দ্র সরকার সহ…

বিতর্কের মাঝেই IND vs PAK ক্রিকেট ম্যাচ! অযোধ্যায় পুজো দিলেন সাধুরা

নয়াদিল্লি: ২২ এপ্রিল পহেলগামে জঙ্গি হামলায় ২৬ জন নিরীহের রক্তস্রোত বওয়ার পরেও IND vs PAK ক্রিকেট ম্যাচে সম্মতি জানিয়েছে ভারত! এই নিয়ে কেন্দ্র সরকার সহ ভারতের ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে তোপ দেগেছেন মৃতদের পরিবার থেকে শুরু করে বিরোধীরা। পহেলগামের শহীদদের পরিবারের চোখের জল এখনও শুকোয়নি। আর ৬ মাসের মধ্যেই এশিয়া কাপের (Asia Cup) এই ম্যাচ পাক-জঙ্গি হানায় মৃতদের প্রতি ঘোরতর অপমান বলে সরব কংগ্রেস, শিবসেনা, আম আদমি পার্টির মত বিরোধী দল।

তুমুল রাজনৈতিক বিতর্ক এবং শহীদদের পরিবারের ক্ষোভের মাঝে ভারতের ম্যাচ জেতার জন্য অযোধ্যায় পুজো দিলেন সাধুরা। অযোধ্যার সীতারাম যোগ সাধনা মন্দিরের বিষ্ণু মহারাজ বলেন, “ভারতের খেলোয়াড়দের উপর পূর্ণ ভরসা আসে। আজকের ভারত-পাকিস্তান ম্যাচে আমরাই জিতব”। তিনি আরও বলেন, “পাকিস্তান কাপুরুষ! আর ভারত সবসময় কাপুরুষদের উচিৎ শিক্ষা দেয়। পহেলগামের হামলার পর ঠিক যেমন ভারতীয় সেনা তাদের উচিৎ শিক্ষা দিয়েছিল”। অন্যদিকে, অযোধ্যার সাকেত ভবন মন্দিরের সীতারাম মহারাজ বলেন, “পাকিস্তানকে অপারেশন সিঁদুরের পর এবার খেলার মাঠেও হারাবে ভারত”।

   

Pahelgam-এ মৃতদের পরিবারের ক্ষোভ

শনিবার ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ বয়কটের ডাক দেন পহেলগামে জঙ্গি হামলায় মৃত শুভম দ্বীবেদির স্ত্রী ঐশন্যা দ্বীবেদি। বিসিসিআই(BCCI)-এর বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, “আমি বুঝতে পারছি না বিসিসিআই কিভাবে এই ম্যাচে রাজি হল। জঙ্গি হানার মৃত ২৬ নাগরিকের পরিবারের প্রতি কি দেশের ক্রিকেট বোর্ডের একটুও সহানুভূতি নেই?”

তাঁর ক্ষোভ, “আমাদের ক্রিকেটররা কি করছেন? দুই-একজনকে ছাড়া এই মকাউকে এই ম্যাচের বিরোধিতা বা নিন্দা করতে দেখলাম না। কেউ এগিয়ে এসে বয়কটের ডাক দিল না। বিসিসিআই তো খেলোয়াড়দের গান পয়েন্টে দাঁড় করিয়ে খেলাতে পারে না। কিন্তু নিজের দেশের জন্য ক্রিকেটরদের সার্বিকভাবে এই ম্যাচ বাতিল করার দাবি তোলা উচিৎ ছিল”।

Advertisements

একই কথা শোনা গেল জঙ্গি হানায় মৃত সন্তোষ জগদালের কন্যা আশাবরীর মুখেও। ভারতের ক্রিকেট বোর্ডের (BCCI) বিরুদ্ধে তাঁর কটাক্ষ, “আমার মনে হয় বিসিসিআই নির্লজ্জ! পহেলগাম হামলার ছয় মাসও পেরোয়নি। এর মধ্যেই পাকিস্তানের সঙ্গে ক্রিকেট ম্যাচ খেলতে বিসিসিআই-এর লজ্জা হচ্ছে না!”

Shiv Sena (UBT), AAP-এর প্রতিবাদ

ভারত-পাকিস্তান ম্যাচের বিরুদ্ধে মহারাষ্ট্র-জুড়ে প্রতিবাদে নেমেছে শিবসেনা (ইউবিটি)-র মহিলা কর্মীরা। রবিবার মহিলারা বাড়ি বাড়ি গিয়ে সিঁদুর সংগ্রহ করে তা প্রধানমন্ত্রীকে পাঠাবেন বলে জানিয়েছেন উদ্ভব ঠাকরে। অন্যদিকে, শনিবার দিল্লিতে পাকিস্তানের খেলোয়াড়দের কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ জানায় আম আদমি পার্টি।