শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতিতে জেলে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। উদ্ধার হওয়া কোটি কোটি কালো টাকা, বাজেয়াপ্ত করা একাধিক বাগানবাড়ি ছাড়া পার্থর (Partha Chatterjee) সম্পত্তির খোঁজে এবার ঝাড়খন্ড (Jharkhand) জুড়ে অভিযান। এসেছে চাঞ্চল্যকর তথ্য। এ রাজ্যেও বেনামে বিপুল সম্পত্তির হদিস পেয়েছে আয়কর বিভাগ (Income Tax)কর্মীরা।
পার্থ ঘনিষ্ঠ ব্যক্তির খোঁজে হাজারিবাগের একটি হোটেলে হানা দেন আয়কর দফতরের কর্তারা। সূত্রের খবর, এই হোটেল থেকে বিপুল অঙ্কের টাকা পাচার করার দায়িত্ব নিয়েছিলেন পার্থ ঘনিষ্ঠ এক ব্যক্তি। ইডি সূত্রে এই খবর পেয়ে আয়কর কর্মীরা হাজারিবাগের হোটেলে ঢুকে পড়েন। তার আগেই পলাতক ওই ব্যক্তি।
জানা যাচ্ছে, আগে থেকেই আয়কর দফতরের কাছে খবর ছিল হাজারিবাগের ভাণ্ডারা পার্ক এলাকার একটি হোটেলে উঠেছেন এমন এক ব্যক্তি, যার সঙ্গে আছে পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সম্পর্ক। হোটেলে আয়কর বিভাফের কর্মীরা উপস্থিত হওয়ার আগে গা ঢাকা দেয় ওই ব্যক্তি। তার খোঁজে আরও সূত্র এসেছে। ঝাড়খন্ডেই বিপুল সম্পত্তি ছড়িয়ে রেখেছেন পার্থ চট্টোপাধ্যায়।
এলাকা ঘিরে চলে তল্লাশি অভিযান চলে। পিটিআই সূত্রে খবর, হোটেলকর্মীদের জিজ্ঞাসাবাদ করে তাঁরা জানতে পারেন, কলকাতা থেকে সরকারি গাড়ি চেপে সেখানে পৌঁছয় ওই ব্যক্তি। তার সঙ্গে ছিল ঢাউস একটি ব্যাগ।
শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় এই মুহুর্তে হাজতবাসে পার্থ চট্টোপাধ্যায়। পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে ৫০ কোটি নগদ টাকা, সোনার গয়না, সম্পত্তির দলিল। সবটা থেকে এখনও দুর্নীতি শিকড়ে পৌঁছাতে চায় কেন্দ্রীয় সংস্থা। পার্থ ঘনিষ্ঠ ওই ব্যক্তির কাছে প্রচুর নগদ টাকা রয়েছে বলে জানা গেছে। তার খোঁজ পেতেই মরিয়া।