Sunday, December 7, 2025
HomeBharatIndian Railways: রোজ চড়েন ট্রেনে? জানেন দিনের কোন সময় TTE রেলের টিকিট...

Indian Railways: রোজ চড়েন ট্রেনে? জানেন দিনের কোন সময় TTE রেলের টিকিট চেক করেন না?

- Advertisement -

Indian Railways Ticket Exam Time: ভারতীয় রেল বিশ্বের চতুর্থ বৃহত্তম। ভারতীয় রেলের (Indian Railways) এমন অনেক নিয়ম রয়েছে, যা অহরহ ট্রেনে চড়া যাত্রীরাও ঠিক জেনেন না। যেমন অনেকের কাছেই অজানা যে, অনেকেই জানি না যে দিনের কোন সময় TTE রেলের টিকিট চেক করতে পারেন না।

এক্ষেত্রে ভারতীয় রেলের নির্দিষ্ট নিয়ম রয়েছে। রেলের নিয়ম অনুযায়ী, TTE রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত টিকিট পরীক্ষা করতে পারবেন না।

   

কেন এই নিয়ম?

রাতে রেল যাত্রার সময়, মিডল বার্থের যাত্রীরা রাত ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঘুমনোর জন্য বার্থ উঠিয়ে নিতে পারেন৷ এই সময় যাত্রীদের টিকিট পরীক্ষা করলে তাদের ঘুমে বিঘ্ন হতে পারে। ফলে ওই আট ঘন্টা TTE কোনওভাবেই টিকিট পরীক্ষা করতে পারবেন না। সকাল ৬টার পরে মিডল বার্থের যাত্রীকে অবশ্যই বার্থ উঠিয়ে নিতে হবে৷ তখন TTE ফের চলন্ত ট্রেনে টিকিট পরীক্ষা করতে পারবেন।

আরও পড়ুন- Difference Between TTE And TC in Indian Railways: ট্রেনের টিকিট পরীক্ষাই কাজ, তাহলে ভারতীয় রেলের TTE ও TC-র পার্থক্য কী?

তবে এই নিয়মে কিছু ছাড়ও রয়েছে। যেসব যাত্রীর যাত্রা শুরু হয় রাত ১০টায় তাঁদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। এই ধরণের যাত্রীদের TTE রাত ১০টার পর টিকিট পরীক্ষা করতে পারেন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular