জিতে গেল বিজেপি, আসন হাতছাড়া শাসক দলের

লোকসভা ভোট মিটতে না মিটতেই ফের একবার জয়ের মুখ দেখল বিজেপি (BJP)। সেইসঙ্গে মুখ থুবড়ে পড়ল শাসক দল। জানা গিয়েছে, দিল্লি এমসিডি ওয়ার্ড কমিটির নির্বাচনে…

BJP DELHI

লোকসভা ভোট মিটতে না মিটতেই ফের একবার জয়ের মুখ দেখল বিজেপি (BJP)। সেইসঙ্গে মুখ থুবড়ে পড়ল শাসক দল। জানা গিয়েছে, দিল্লি এমসিডি ওয়ার্ড কমিটির নির্বাচনে (Delhi MCD Ward Committee Elections) বিজেপির জয়জয়কার হল বিজেপির।

জানা গিয়েছে, আজ বুধবার দিল্লি এমসিডি ওয়ার্ড কমিটির নির্বাচনে জয়ী বিজেপি। মোট ১২টি ওয়ার্ড কমিটির মধ্যে বিজেপি ৭টি ও আপ ৫টিতে জয়ী হয়েছে। বুধবার দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনের ১২টি ওয়ার্ড কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সন্ধে সাড়ে ছ’টা নাগাদ ১২টি ওয়ার্ডের ফল বেরোয়। আর এই ফলাফল বেরোতেই চমকে যায় সকলে।

   

ফলাফলে দেখা যায়, বেশিরভাগ আসনে জয়ী হয়েছে বিজেপি। আজ সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ১২টি জোনের মধ্যে ৭টিতে বিজেপি এবং ৫টি জোনে আম আদমি পার্টি জিতেছে। লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনা এমসিডি কমিশনার অশ্বিনী কুমারকে নির্বাচন পরিচালনার নির্দেশ দিয়েছিলেন, তারপরে তিনি এমসিডির সমস্ত জোনের ডেপুটি কমিশনারদের প্রিসাইডিং অফিসার করেছিলেন। এর আগে মেয়র শেলি ওবেরয় প্রিজাইডিং অফিসার নিয়োগ করতে অস্বীকৃতি জানিয়েছিলেন।

কারা কারা জিতেছেন দেখুন এক নজরে

 ১. কেশবপুরম জোন- বিজেপি

২. সিটি এসপি জোন- এএপি

৩. করোল বাগ জোন- আপ

৪. রোহিনী জোন- আম আদমি পার্টি

৫. নজফগড় জোন- বিজেপি

৬. শাহদারা জোন (দক্ষিণ)- বিজেপি

৭. ওয়েস্ট জোন- এএপি

৮. শাহদারা জোন (উত্তর)- বিজেপি

৯. সাউথ জোন- এএপি

১০. সিভিল লাইন জোন- বিজেপি

১১. সেন্ট্রাল জোন – বিজেপি

১২. নারেলা জোন- বিজেপি