নয়াদিল্লি: পাকিস্তানকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF)-এর দেওয়া ঋণ নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শুক্রবার পাকিস্তানের উদ্দেশ্যে তিনি বলেন, পাকিস্তান ভারতের অপারেশন সিঁদুরে ধ্বংস হওয়া সন্ত্রাসবাদী নেটওয়ার্ক পুনর্গঠনের জন্য IMF-র দেওয়া ঋণ ব্যবহার করতে পারে। (IMF Pakistan Loan Terror)
পরোক্ষে সন্ত্রাসবাদে মদত
ভুজ এয়ারফোর্স স্টেশনে এক বক্তৃতায় রাজনাথ বলেন, ‘‘IMF পাকিস্তানকে অর্থসাহায্য করে পরোক্ষে সন্ত্রাসবাদকেই মদত দিচ্ছে৷’’ তাঁর কথায়, পাকিস্তান সরকারের পক্ষ থেকে যে অর্থ সহায়তা দেওয়া হচ্ছে, তা সন্ত্রাসমূলক কার্যকলাপে ব্যবহৃত হতে পারে। IMF পাকিস্তানকে যে ১ বিলিয়ন ডলার ঋণ দিয়েছে, তা সন্ত্রাসবাদী কার্যকলাপেই ব্যবহার হবে, এটি সরাসরি সন্ত্রাসে অর্থায়ন।’’
তিনি আরও বলেন, ‘‘পাকিস্তান সরকার তাদের সাধারণ নাগরিকদের ট্যাক্সের অর্থ ব্যবহার করে জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তইবা (LeT) এবং জইশ-ই-মোহাম্মদ (JeM)-এর সন্ত্রাসাবাদী ঘাঁটি পুনর্নির্মাণ করছে।’’
১ বিলিয়ন ডলারের ঋণ মঞ্জুর IMF Pakistan Loan Terror
গত ৯ মে পাকিস্তানকে ১ বিলিয়ন ডলারের ঋণ মঞ্জুর করে IMF, যা ভারত আপত্তি জানালেও অনুমোদন পায়। রাজনাথ সিং এই ঋণকে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে সহায়তা হিসেবে অভিহিত করেন। সন্ত্রাসের মদতদাতা পাকিস্তানকে যাতে এই ঋণ দেওয়া না হয় তার জন্য ভারতের তরফে যথাযথ যুক্তি দেওয়া হয়েছিল। অভিযোগ করা হয়, অতীতেও একাধিকবার ঋণ নিয়েছে পাকিস্তান। তবে সেই অর্থ তারা সঠিক কাজে ব্যবহার করেনি।
তাঁর দাবি, ‘‘পাকিস্তান মাসুদ আজহারের মতো সন্ত্রাসীদের পেছনে ১৪০ মিলিয়ন টাকা খরচ করতে চায়, এটা পৃথিবী জুড়ে জানানো উচিত।’’
Bharat: Rajnath Singh criticizes IMF loans to Pakistan, alleging they may fund terror rebuilding after “Operation Sindhur.” He claims Pakistan uses taxpayer money to rebuild LeT and JeM terror bases, indirectly supporting terrorism.