সময়ের আগেই আজ বর্ষা ঢুকছে রাজ্যে, বৃষ্টি শুরু

সময়ের আগেই রাজ্যে বর্ষা (Monsoon) ঢুকছে। আর আজ বৃহস্পতিবার টুইট করে এমনই জানালো আইএমডি (IMD)। একদিকে যখন দেশের অধিকাংশ রাজ্য তীব্র তাপপ্রবাহের জেরে জেরবার হয়ে…

সময়ের আগেই রাজ্যে বর্ষা (Monsoon) ঢুকছে। আর আজ বৃহস্পতিবার টুইট করে এমনই জানালো আইএমডি (IMD)। একদিকে যখন দেশের অধিকাংশ রাজ্য তীব্র তাপপ্রবাহের জেরে জেরবার হয়ে গিয়েছে, সেখানে একটি খবরে সকলের মন ভালো হয়ে যেতে পারে বৈকি।

Advertisements

আবহাওয়া দফতর জানাচ্ছে, বৃহস্পতিবার কেরল উপকূল এবং উত্তর-পূর্বের কিছু অংশে বর্ষা ঢুকতে পারে। বর্ষার আগমনের সময়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে কেরলে ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে। আবার কিছু জায়গায় ইতিমধ্যে জলও অবধি জমতে শুরু করে দিয়েছে। এর আগে ৩১ মে-র মধ্যে কেরলে বর্ষা ঢোকার পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর। তবে সময়ের একদিন আগে অর্থাৎ আজ লক্ষ্মীবারে রাজ্যে বর্ষার আগমন ঘটতে চলেছে।

বিজ্ঞাপন

পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় রেমাল মৌসুমি বায়ুর প্রবাহকে বঙ্গোপসাগরের দিকে টেনে নিয়ে গেছে, যা উত্তর-পূর্বে আগাম বর্ষা আসার কারণ হতে পারে। উত্তর-পূর্বের রাজ্য নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর এবং আসামে মৌসুমী বায়ুর আগমন ঘটতে পারে আগামী ৫ জুন। আইএমডি জানিয়েছে, এই সময়ের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ আরব সাগরের আরও কিছু অংশ, মালদ্বীপের বাকি অংশ, কোমোরিন, লাক্ষাদ্বীপ, দক্ষিণ-পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগর, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং উত্তর-পূর্ব রাজ্যের আরও কিছু অংশে অগ্রসর হওয়ার পরিস্থিতি একদম অনুকূল।