ভারতের মৌসুমি বায়ুর গতিপ্রকৃতিতে আবারও বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, আগামী ১১ থেকে ১৭ অগাস্ট পর্যন্ত দেশের একাধিক রাজ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে বজ্রবিদ্যুৎ, ঝোড়ো হাওয়া এবং কিছু অঞ্চলে সমুদ্র উত্তাল থাকার সতর্কতাও জারি হয়েছে।
আগামী সাত দিনের বৃষ্টিপাতের পূর্বাভাস
মৌসম ভবনের রিপোর্ট অনুযায়ী, দেশের পূর্ব, উত্তর, মধ্য এবং উত্তর-পূর্বাঞ্চলে একসঙ্গে একাধিক আবহাওয়া সিস্টেম সক্রিয় হয়ে পড়েছে। এর ফলে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং বিভিন্ন অঞ্চলে প্রবল বর্ষণ হতে পারে।
উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, দিল্লি, হরিয়ানা: ১১–১৬ অগাস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস।
সিকিম ও উত্তরবঙ্গ: ১১ ও ১২ অগাস্ট ভারী থেকে অতি ভারী বৃষ্টি।
ওড়িশা: ১২ থেকে ১৪ অগাস্ট প্রবল বৃষ্টি।
বিদর্ভ ও ছত্রিশগড়: ১৩–১৬ অগাস্ট প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা।
মধ্যপ্রদেশ: ১৫ অগাস্ট অতি ভারী বৃষ্টি।
উত্তরাখণ্ড: ১৩ অগাস্ট মেঘ ভাঙ্গা বৃষ্টির আশঙ্কা, ১১–১৩ অগাস্ট ভারী থেকে অতি ভারী বৃষ্টি।
হিমাচল প্রদেশ: ১১–১৪ অগাস্ট পর্যন্ত অতি ভারী বৃষ্টি।
জম্মু ও কাশ্মীর: ১৩–১৫ অগাস্ট ভারী থেকে অতি ভারী বৃষ্টি।
অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ: ১৩–১৫ অগাস্ট অতি ভারী বৃষ্টি এবং বজ্রঝড়।
বর্তমানে মৌসুমী অক্ষরেখা ফরিদ কোট, লুধিয়ানা, নাজিমাবাদ, শাহজাহানপুর, বাল্মিক নগর ও জলপাইগুড়ির উপর দিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। ১৩ অগাস্ট উত্তর-পশ্চিম ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তর পূর্ব আরব সাগর, উত্তর-পূর্ব অসম এবং কর্ণাটকে ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝাও কাশ্মীর সংলগ্ন পাকিস্তান অঞ্চলে অবস্থান করছে।
সমুদ্র সতর্কতা ও মৎস্যজীবীদের জন্য বার্তা
বাংলা ও ওড়িশা উপকূল, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থাকবে। হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার, সর্বোচ্চ ৬০ কিলোমিটার হতে পারে। পশ্চিম-মধ্য আরব সাগরে বাতাসের গতি ৪৫–৫৫ কিলোমিটার, সর্বোচ্চ ৬৫ কিলোমিটার হতে পারে।
মৎস্যজীবীদের আগামী মঙ্গলবার ও বুধবার সমুদ্রে না যেতে পরামর্শ দেওয়া হয়েছে।
উত্তরবঙ্গে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম ও আর্দ্রতা বাড়বে। তবে দক্ষিণের জেলাগুলিতে আগামী শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টি থামলেই আর্দ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে বলে পূর্বাভাস।
আইএমডি জানিয়েছে, এই সময়ে পাহাড়ি অঞ্চলে ভূমিধস, নদীর জলস্তর বৃদ্ধি এবং প্লাবনের সম্ভাবনা রয়েছে। শহরাঞ্চলে জল জমে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে। তাই প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।
এবারের বর্ষা শুরুর এক মাস পেরিয়ে গেলেও দেশের বিভিন্ন রাজ্যে বৃষ্টিপাতের মাত্রায় ওঠানামা হয়েছে। কিছু রাজ্যে পর্যাপ্ত বৃষ্টিতে জলের ঘাটতি দূর হলেও, কিছু রাজ্যে অতিবৃষ্টিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। নতুন নিম্নচাপ সক্রিয় হলে বর্ষার গতি আরও জোরদার হবে বলে মনে করছে আইএমডি।