Iftar Politics: যদুবংশের ইফতারে নীতীশ, বিজেপি জোট ছাড়ার ইঙ্গিত

জোটবদলু হিসেবে সুখ্যাত বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। তিনি যখন আরজেডি (RJD) জোট ছেড়ে বিজেপির জোটে গেছিলেন এঁকেছিলেন পদ্ম। এবার ফের ইঙ্গিত দিলেন জোট…

BJP Ally Nitish Kumar's 'Message' As He Attends Tejashwi Yadav's Iftar

জোটবদলু হিসেবে সুখ্যাত বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kumar)। তিনি যখন আরজেডি (RJD) জোট ছেড়ে বিজেপির জোটে গেছিলেন এঁকেছিলেন পদ্ম। এবার ফের ইঙ্গিত দিলেন জোট বদলের। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী (Rabri Devi) আয়োজিত ইফতার পার্টিতে হাজির হলেন নীতীশ কুমার।

জোট ত্যাগ করায় এতদিন লালুপ্রসাদ যাদবের পরিবারের সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ ছিল। আরজেডি ও জেডিইউ দুপক্ষ পরস্পরকে যা নয় তাই বলেছে। বিধানসভা ভোটে ফের জয়ী হলেও জেডিইউ নির্ভরশীল বিজেপির শক্তিতে। এবার কি নীতীশ পক্ষ বদলাবেন? উঠছে প্রশ্ন।

   

পাটনায় এদিন যদুবংশের ইফতার পার্টিতে বিহারের রাজনৈতিক সমীকরণে বদলের রঙ লাগল বলে মনে করা হচ্ছে। এই ইফতার পার্টিতে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তেজস্বী যাদব এবং তাঁর দাদা তেজ প্রতাপ যাদব সহ একাধিক শীর্ষস্থানীয় আরজেডি নেতৃত্ব।

আরজেডি জানিয়েছে, এই ইফতার পার্টিতে লালুপ্রসাদ জায়া প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী এবং তেজস্বী যাদবের সঙ্গে আলাদা করে বৈঠক করেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিহার সফরের একদিন আগের এই ইফতার রাজনীতি বিজেপির উদ্দেশ্যে নীতীশের সতর্কবার্তা বলে মনে করা হচ্ছে।

শুক্রবার সন্ধ্যেয় নিজের বাসভবনে ইফতার পার্টির আয়োজন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং লালু প্রসাদ যাদবের স্ত্রী রাবড়ি দেবী। যে অনুষ্ঠানের আমন্ত্রণ পাঠানো হয় রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকেও। মুখ্যমন্ত্রী সেই আমন্ত্রণ স্বীকার করেন।

রাবড়ি দেবীর ইফতার পার্টিতে নীতীশ কুমারের এই যোগদান জেডিইউ আরজেডিকে আরও কাছাকাছি নিয়ে আসতে পারে। এর আগে ২০১৬ সালে নীতীশ আরজেডির মহাজোট ছেড়ে এনডিএ যোগ দিয়ে বিজেপির সমর্থনে সরকার গড়েন। তার আগে এনডিএ জোটেই ছিলেন তিনি। ২০১৪ সালে মোদীর নেতৃত্ব মানতে না পেরে বিজেপির জোট ত্যাগ করেন। তাঁর ও লালুপ্রসাদ জোট সরকার গড়ে। পরে সেই জোট ভেঙে ফের এনডিএ তে চলে যান নীতীশ কুমার।

এবার রাবড়ি দেবীর ইফতারে নীতীশ আসতেই জল্পনা মহাজোটের শক্তি নিয়ে বিজেপির সঙ্গে সম্পর্ক ছেদ করে নতুন সরকার গড়তে পারেন নীতীশ। তবে এই ইফতার পার্টিতে নীতিশ কুমার ছাড়াও উপস্থিত ছিলেন বিহার প্রদেশ কংগ্রেস সভাপতি মদন মোহন ঝা এবং অবধেশ নারায়ণ সিং, বিজেপি নেতা এবং রাজ্যের মন্ত্রী শাহনওয়াজ হুসেন, বিধানসভার স্পীকার বিজয় সিনহা, এলজেপি নেতা চিরাগ পাশোয়ান, ভিআইপি প্রধান মুকেশ সাহানী এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃত্ব।

বর্তমানে বিরোধী পক্ষ আরজেডি মহাজোটের দ্বিতীয় শরিক সিপিআইএমএল (লিবারেশন), বাকি দুটি বাম দল সিপিআইএম ও সিপিআই নীতীশের অবস্থান নিয়ে কী ভাবছে স্পষ্ট করেনি।