“কথা না রাখলে কিন্তু…” মোদীকে তীব্র হুঁশিয়ারি ট্রাম্পের!

নয়াদিল্লি: দীপাবলির সকালেই ট্রাম্পের (Donald Trump) মুখে ফের ‘শুল্ক হুমকি’! রাশিয়ার থেকে তেল কেনা সত্বর বন্ধ না করলে আরও “ভয়াবহ শুল্ক” চাপাবে আমেরিকা, বলে হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেইসঙ্গে ফের দাবী করলেন, নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে নাকি তার এই বিষয়ে ‘ব্যক্তিগত’ আলোচনা হয়েছে এবং মোদী নাকি তাঁকে আশ্বস্ত করেছেন যে রাশিয়ার থেকে তেল কিনবে না ভারত!

Advertisements

ভারতীয় সময় অনুযায়ী, সোমবার সকালে ট্রাম্প বলেন, “তিনি (প্রধানমন্ত্রী মোদী) আমাকে বলেছিলেন, যে তিনি রাশিয়ার তেল কিনবেন না। কিন্তু যদি তাঁরা কথা না রাখেন, তাহলে কিন্তু বিশাল শুল্ক দিতে হবে।” বলা বাহুল্য, বৃহস্পতিবারই ট্রাম্পের দাবীর প্রত্যুত্তরে ভারতের পররাষ্ট্র মন্ত্রকের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, “মোদী এবং ট্রাম্পের বার্তালাপের বিষয়ে জানা নেই”।

মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সেইসঙ্গে বলেছিলেন, ভারত ও আমেরিকার মধ্যে জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা চলছে। কিন্তু দিল্লি রাশিয়ার তেল কেনা বন্ধ করা নিয়ে মোদী-ট্রাম্পের বার্তালাপের বিষয়ে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি।

প্রসঙ্গত, বুধবার ওভাল হাউস থেকে ট্রাম্প বলেন, “প্রধানমন্ত্রী মোদী তাকে আশ্বস্ত করেছেন যে ভারত রাশিয়া থেকে তেল (Russian Oil) কেনা বন্ধ করবে।” এটিকে “একটি বড় পদক্ষেপ” বলে উল্লেখ করেন ট্রাম্প। উল্লেখ্য, রাশিয়ার কাছ থেকে ‘অপরিশোধিত’ তেল কেনার অপরাধে আগস্ট মাসে ভারতীয় পণ্যের উপর ৫০% আমদানি শুল্ক ও জরিমানা আরোপ করেছে আমেরিকা। এরপর থেকেই ত্রাহি ত্রাহি রব ওঠে ভারতের বাজারে।

Advertisements

ট্রাম্পের চোখ-রাঙানি সত্ত্বেও নরেন্দ্র মোদীর মৌনতা নিয়ে কটাক্ষ অব্যাহত রেখেছে বিরোধীরা। অন্যদিকে, মার্কিন শুল্ক (Tariff) ত্রাসের আবহে ‘স্বদেশীকতার’ পালে হাওয়া দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশবাসীকে দেশীয় পণ্য বব্যহারের আহ্বান জানাচ্ছে সমগ্র হেরুয়া শিবির। দীপাবলির শুভেচ্ছাতেও মোদীর মুখে ‘স্বদেশী পণ্য ব্যবহারের’ আহ্বান শোনা যায়।

সোমবার সকালে দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানানোর পাশাপাশি মোদী বলেন, “আসুন, ১৪০ কোটি ভারতীয়র কঠোর পরিশ্রম, সৃজনশীলতা এবং উদ্ভাবনী ক্ষমতাকে এই উৎসবের মরশুম আমরা উদযাপন করি। ভারতীয় পণ্য কিনি এবং বলি – গর্ভ সে কহো ইয়ে স্বদেশী হ্যায় (গর্বের সঙ্গে বলুন, এটা স্বদেশী)! আপনি যা কিনেছেন তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন। এইভাবে আপনি অন্যদেরও একই কাজ করতে অনুপ্রাণিত করবেন।”