HomeBharatউনি যদি ইংরেজিতে বক্তৃতা দেন, তাহলে...: কেন্দ্রীয় মন্ত্রী

উনি যদি ইংরেজিতে বক্তৃতা দেন, তাহলে…: কেন্দ্রীয় মন্ত্রী

- Advertisement -

পাটনা: সঠিকভাবে নির্বাচন হলে বিহারে “এনডিএ (NDA) হারবে”, ভোটার অধিকার যাত্রা থেকে হুঙ্কার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যাইনের (M K Stalin)। বুধবার মুজাফফরপুরের র‍্যালি থেকে ফের নির্বাচন কমিশন সহ বিজেপি এবং এনডিএ-র বিরুদ্ধে তোপ দাগলেন ইন্ডিয়া জোটের নেতৃত্বরা। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের নামে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার প্রচেষ্টা হচ্ছে বলে সরব বিরোধীরা বুধবার গঙ্গা মহাবীর স্থান, দারভাঙ্গা থেকে মির্জাপুর হয়ে সিতামারীতে র‍্যালি করছেন।

“বিহারের জনগণের ভোটারাধিকার কেড়ে নেওয়া”-র প্রতিবাদে বিহারের জনতার কাছে তামিল ভাষাতেই তোপ দাগেন স্ট্যালিন। তাঁর বক্তব্যকে হিন্দিতে অনুবাদ করা হয়। পূর্বে বিহারে ভোটার অধিকার যাত্রায় স্ট্যাইনের বক্তৃতা রাখার প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী এল মুরুগান মন্তব্য করেন, “আমি জানি না বিহারে কোন ভাষায় উনি বক্তৃতা দেবেন। যদি উনি ইংরেজিতে বলেন তাহলে সরাসরি ঔপনিবেশিক মনোভাব প্রকাশিত হবে। আর আমাদের প্রধানমন্ত্রী এই ঔপনিবেশিক মানসিকতার অবসান ঘটিয়ে দেশের সংস্কৃতি এবং ঐতিহ্যকে রক্ষার চেষ্টা চাইয়ে যাচ্ছেন।”

   

তিনি আরও বলেন, “উনি যদি ইংরেজিতেই বক্তৃতা দেন তাহলে জনগণের বোঝার স্বার্থে তো সেই হিন্দিতেই অনুবাদ করতে হবে। তাহলে ওনার র‍্যালিতে যোগ দেওয়ার অর্থ কি?” অন্যদিকে, এদিন স্ট্যালিন বলেন, “রাহুল গান্ধী (Rahul Gandhi) এবং তেজস্বী যাদবের (Tejaswi Yadav) কেবলমাত্র রাজনৈতিক নয়, বরং আত্মিক সম্পর্ক। ওরা দুই ভাই। আর আমি ওদের সমর্থন করতে, মনোবল বাড়াতে এসেছি। বিজেপি (BJP) ওদের আক্রমণ করছে। কেননা সমগ্র নির্বাচন প্রক্রিয়াটাকেই যে বিজেপি কৌতুকে পরিণত করেছে, ওরা তা দেখিয়ে দিয়েছে”।

অন্যদিকে, বুধবারই বিজেপি নেতা প্রদীপ ভাণ্ডারী বিহারের গৌরব এবং আত্মসম্মানের ওপর কংগ্রেস এবং আরজেডি আঘাত হানছে বলে কটাক্ষ করেন। তিনি বলেন, “যারা বিহারীদের হাসির খোরাক বানাচ্ছে তাদেরকেই কংগ্রেস এবং আরজেডি ভোটার অধিকার যাত্রায় নিয়ে আসছে।”

- Advertisement -
Devi Bhattacharya
Devi Bhattacharyahttps://kolkata24x7.in/
প্রশ্ন করতে, খুঁটিয়ে জানতে এবং উত্তর খুঁজতে ভালোবাসি। খবর অনুসন্ধান, ঘটনার অন্তরালের কারণ বিশ্লেষণ এবং সেগুলোকে শব্দে বুনে তোলার চেষ্টা করি। স্বচ্ছ, নির্ভীক ও নিরপেক্ষ সাংবাদিকতা করার লক্ষ্য নিয়ে গত ৪ বছর ধরে এই প্রফেশনে যুক্ত আছি। এছাড়াও আবৃত্তি করতে, ভ্রমণ এবং সেই ভ্রমণকাহিনি লিখতে ভালোবাসি।
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular