প্রতিবন্ধী কোটা নিয়ে প্রশ্ন! চাঁচাছোলা আইএএস স্পিতা সবরওয়াল, পাল্টা নিন্দার ঝড়

নাগরিক পরিষেবাগুলিতে বিশেষভাবে-সক্ষমদের জন্য কোটার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন আইএএস স্পিতা সবরওয়াল। যা নিয়ে শুরু হয়েছে ব্যাপক চর্চা। সোশাল মিডিয়ায় সরব রাজনীতিবিদরা। নাছোড় স্পিতাও। পাল্টা…

IAS Smita Sabharwal questions disability quota in civil services

নাগরিক পরিষেবাগুলিতে বিশেষভাবে-সক্ষমদের জন্য কোটার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন আইএএস স্পিতা সবরওয়াল। যা নিয়ে শুরু হয়েছে ব্যাপক চর্চা। সোশাল মিডিয়ায় সরব রাজনীতিবিদরা। নাছোড় স্পিতাও। পাল্টা সমালোচকদের যুক্তি দিয়ে নিজের মন্তব্যের স্বপক্ষে জবাবদিহি করছেন তেলেঙ্গানার অর্থ কমিশনের সচিব স্মিতা সবরওয়াল।

ট্রেনি আইএএস পূজা খেদকারের কীর্তিকলাপে তোলপাড় অবস্থা প্রশাসনের। ভুয়ো শারীরিক অক্ষমতা সংশাপত্র, পিছিয়ে পড়া শ্রেণির জাল তত্য দিয়ে কীভাবে পূজা আইএএসের মত সর্বভারতীয় পরীক্ষার গণ্ডি পেরিয়ে নিয়োগ পেলেন তা নিয়ে প্রশ্ন উঠছে। কাঠগড়ায় আমলাদের ভূমিকা। এই পরিস্থিতিতে বিশেষভাবে সক্ষমদের জন্য আইএএস, আইপিএস ও আইএফএস- পদগুলিতে কোটার প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন স্মিতা সবরওয়াল। যা নিয়ে নতুন বিতর্ক মাথাচাড়া দিয়েছে।

   

কী মন্তব্য স্পিতার?

নিজের এক্স হ্যান্ডেলে রবিবার একটি পোস্টে স্পিতা লেখেন, ‘বিশেষভাবে সক্ষমদের প্রতি সম্মান জানিয়েই আমার প্রশ্ন, কোনও উড়ান সংস্থা কি প্রতিবন্ধী একজনকে পাইলট হিসাবে নিয়োগ করবেন? নাকি আপনি একজন প্রতিবন্ধী সার্জনকে বিশ্বাস করবেন?’ স্পিতার যুক্তি, ‘নাগরিক পরিষেবার সঙ্গে যুক্ত সর্বভারতীয় পদে (আইএএস/আইপিএস/আইএফওএস) চাকরির ক্ষেত্রে মাঠে নেমে কাজ করতে হয়, দীর্ঘ সময় ব্যয় করতে হয়, মানুষের অভিযোগগুলি ধৈর্য্যের সঙ্গে প্রথমে শুনতে হয়। আর এসবের জন্য শারীরিক সক্ষমতার প্রয়োজন।’

সরকারি কর্মীরাও হাফপ্যান্টে যোগ দেবে আরএসএসে,নয়া নিয়ম কেন্দ্রের

নিন্দার ঝড়

তেলেঙ্গানার অর্থ কমিশনের সচিবের পোস্ট দেখেই সরব হয়েছেন শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী। স্পিতা সবরওয়ালের দৃষ্টিভঙ্গিকে ‘দুঃজনক’ বলে জানিয়েছেন তিনি। লিখেছেন, ‘খুবই হতাশার এবং বর্জনীয় দৃষ্টিভঙ্গি। দেখে আবাক লাগছে যে, আমলারাও তাঁদের সীমিত চিন্তাভাবনা এবং বিশেষাধিকার দেখাচ্ছেন এসব নিয়ে।’

পাল্টা যুক্তি স্মিতার!

আইএএস অফিসার সবরওয়াল দ্রুত পাল্টা জবাব দিয়েছিলেন। বলেছিলেন, ‘ম্যাডাম, যথাযথ সম্মান দিয়েই আপনাকে আমার প্রশ্ন যে, আমলারা যদি প্রশাসনের প্রাসঙ্গিক বিষয়ে কথা না বলেন, তবে কে বলবেন? আমার চিন্তাভাবনা এবং উদ্বেগ ২৪ বছরের কর্মজীবনের অভিজ্ঞতা থেকে উদ্ভূত। দয়া করে আমার দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করুন। আমি বলেছি যে, অন্যান্য কেন্দ্রীয় পরিষেবাগুলির তুলনায় AIS পদে চাকরির অন্যসব চাহিদা রয়েছে। প্রতিভাবান ভিন্নভাবে-সক্ষমরা যদি নাগরিক পরিষেবার সঙ্গে যুক্ত অন্যান্য চাকরিতে নিয়োগ পায় তবে অসুবিধা হবে না।’

চাঁদিপুরা ভাইরাসের প্রকোপে রাজ্যে মৃত ৩২

ফের সরব প্রিয়াঙ্কা চতুর্বেদী

এক্সে ফের ওই আইএএস অফিসার স্পিতাকে জবাব দিয়েছেন প্রিয়াঙ্কা চতুর্বেদী। লিখেছেন, ‘আমি আমলাদের এর আগে কোটার অপব্যবহারের সমালোচনা এবং সংরক্ষণের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন উত্থাপণ করতে দেখিনি। আপনার কর্মজীবন ২৪ বছর পেরোলেও কীভাবে এই উপলোব্ধি হল তা নিয়েই ভেবে পাচ্ছি না। যাই হোক আপনাকে ধন্যবাদ।”

অভিযুক্ত ট্রেনি আইএএস পূজা খেদকার ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষায় ৮২১ স্থান অর্জন করেছিলেন।কিন্তু তাঁর অপকীর্তি সামনে আসতেই পূজাকে পুণে থেকে মহারাষ্ট্রের ওয়াশিম জেলায় স্থানান্তরিত করা হয়েছিল। বর্তমানে তাঁকে শোকজ করা হয়েছে ইউপিএসসি-র তরফে।