সাইবার জালিয়াতি রুখতে ৫৯,০০০ হোয়াট্‌‌সঅ্যাপ অ্যাকাউন্ট ব্লক করল কেন্দ্র

নয়াদিল্লি: সাইবার ক্রাইম ও ডিজিটাল গ্রেফতারির মতো জালিয়াতির ঘটনা রুখতে কড়া পদক্ষেপ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্ত সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার (I4C)৷ ডিজিটাল প্রতারণায় ব্যবহৃত…

Cybercrime in Karnataka cooperative bank

নয়াদিল্লি: সাইবার ক্রাইম ও ডিজিটাল গ্রেফতারির মতো জালিয়াতির ঘটনা রুখতে কড়া পদক্ষেপ করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্ত সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার (I4C)৷ ডিজিটাল প্রতারণায় ব্যবহৃত ১,৭০০টিরও বেশি স্কাইপ আইডি এবং ৫৯,০০০টি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চিহ্নিত করে ব্লক করে দিল কোঅর্ডিনেশন সেন্টার৷ মঙ্গলবার লোকসভায় এই তথ্য জানানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বান্দি সঞ্জয় কুমার এই পরিসংখ্যান তুলে ধরেন৷ (I4C blocks 59000 whatsapp accounts)

৯.৯৪ লক্ষেরও বেশি অভিযোগ I4C blocks 59000 whatsapp accounts

বান্দি সঞ্জয় কুমার জানিয়েছেন, ২০২১ সালে I4C এর অধীনে ‘সিটিজেন ফিন্যান্সিয়াল ফ্রড রিপোর্টিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ নামে একটি প্রকল্প রয়েছে৷ যার মাধ্যমে দ্রুত আর্থিক প্রতারণা সংক্রান্ত রিপোর্ট করার সুযোগ চলে এসেছে মানুষের কাছে৷ এখনও পর্যন্ত, ৯.৯৪ লক্ষেরও বেশি অভিযোগ জমা পড়েছে৷ যার ভিত্তিতে ৩,৪৩১ কোটি টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে৷ 

   

 

মঙ্গলবার কুমার একটি লিখিত প্রশ্নের উত্তরে বলেন, ‘‘যে অ্যাকাউন্টগুলি থেকে সাইবার প্রতারণার কাজ করা হচ্ছে, তাঁর বেশিরভাগ চিহ্নিত করা হচ্ছে৷ I4C  ১,৭০০টিরও বেশি স্কাইপ আইডি এবং ৫৯,০০০টি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চিহ্নিত ও ব্লক করেছে।’’

সাইবার প্রতারণা I4C blocks 59000 whatsapp accounts

আমাদের দেশে সাইবার ক্রাইম অন্য মাত্রায় পৌঁছে গিয়েছে৷ একের পর এক সাইবার প্রতারণা মামলায় গ্রেফতারির ঘটনাও সামনে এসেছে৷ পরিস্থিতি মোকাবিলায় তৎপর হয়ে উঠেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এর আগেও প্রায় ১৭ হাজার অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছিল৷ সেগুলি ব্লক করে দেয় কেন্দ্র। জানা গিয়েছে, ওই অ্যাকাউন্টগুলির বেশিরভাগই লাওস, কম্বোডিয়া, তাইওয়ানের মতো  দেশের। 

 

কেন্দ্রীয় সরকারের সাইবার অপরাধ নথিভুক্তির পোর্টাল (এনসিআরপি)-র তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে এপ্রিল মাসের মধ্যে ৭ লক্ষ ৪০ হাজার অভিযোগ জমা পড়েছে। এর মধ্যে ১২০ কোটি ৩০ লাখ টাকার ‘ডিজিটাল গ্রেফতার’ হয়েছে। ২০২৩ সালে সাইবার জালিয়াতির অভিযোগের সংখ্যা ছিল  সাড়ে ১৫ লাখেরও বেশি৷ 

 Bharat: India‘s Ministry of Home Affairs I4C blocks over 1,700 Skype IDs and 59,000 WhatsApp accounts used in digital fraud. Presented in Lok Sabha, Minister of State Bandi Sanjay Kumar highlights the measures taken against cyber crime.