৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ করার কথা জানালেন মুখ্যমন্ত্রী

আর নয় ক্ষমতায়, বিস্ফোরক মুখ্যমন্ত্রী। জেল থেকে বেরিয়েই অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) ঘোষণা করেছেন যে তিনি পদত্যাগ করবেন। বলেছেন, আগামী দু দিনের মধ্যে পদত্যাগ করবেন।…

junior doctors meeting with mamata

আর নয় ক্ষমতায়, বিস্ফোরক মুখ্যমন্ত্রী। জেল থেকে বেরিয়েই অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal) ঘোষণা করেছেন যে তিনি পদত্যাগ করবেন। বলেছেন, আগামী দু দিনের মধ্যে পদত্যাগ করবেন। তীব্র আলোড়িত দেশ।

মুখ্যমন্ত্রী হিসেবে আর থাকতে চান না চেয়ারে। তাঁর উত্তরসূরি কে তাই নিয়ে তীব্র আলোচনা দিল্লিসহ গোটা দেশে। দিল্লিতে যেমন শোরগোল তেমনই শোরগোল কলকাতায়।

   

কেন্দ্র শাসিত অঞ্চল দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল পদত্যাগের সিদ্ধান্ত নিলেন। তিনি সাংবাদিক সম্মেলনে একথা জানান। ঘটনাচক্রে কেজরিওয়ালের ঘনিষ্ঠ ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি তাঁর রাজ্যে আর জি কর হাসপাতালের চিকিৎসক খুন-ধর্ষণের ঘটনায় লাগাতার বিক্ষোভের মুখে বলেছেন তিনিও পদত্যাগ করতে পারেন। রবিবার কেজরির মুখে ‘পদত্যাগ করব’ শুনে মমতার ‘পদত্যাগ করতে পারি’ তীব্র আলোচিত।

আবগারি দুর্নীতির মামলায় তিহার জেল থেকে মুক্তি পাওয়ার কয়েকদিন পর দিল্লির মুখ্যমন্ত্রী রবিবার ঘোষণা করেন যে তিনি আগামী ৪৮ ঘন্টার মধ্যে পদত্যাগ করবেন। কেজরিওয়াল বলেন আম আদমি পার্টির )ভবিষ্যত এখন জনসাধারণের হাতে। তিনি বিশ্রাম নেবেন।

কেজরিওয়াল বলেন “আমি দু’দিন পরে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছি। জনগণ তাদের রায় না দেওয়া পর্যন্ত আমি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসব না … আমি প্রতিটি বাড়িতে এবং রাস্তায় যাব এবং মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে থাকব না অবধি অবধি আমি জনগণের কাছ থেকে রায় পেয়েছি”।