নয়াদিল্লি: ১ সেপ্টেম্বর বিহারের ভোটার অধিকার যাত্রার শেষদিনে “হাইড্রোজেন বোমা” ফাটাবেন বলে তোপ দেগেছিলেন রাহুল গান্ধী। এনডিএ-এর বিরুদ্ধে ভোট চুরির অভিযোগে সরব লোকসভার প্রধান বিরোধী দলনেতা বৃহস্পতিবারও চেনা ভঙ্গিতে “বিস্ফোরক” মন্তব্য করতে দেখা গে রাহুল গান্ধীকে।
এদিন সাংবাদিকদের তিনি বলেন, “সমগ্র দেশে ভোট চোর, গদি ছোড় ধ্বনি উঠেছে। খুব শ্রিঘ্রই আমরা বিস্ফোরক এবং শক্তিশালী প্রমাণ সামনে আনব”। “সত্য আগুনের মোট ছড়িয়ে পড়ছে। ভোট চুরি করেই যে সরকার গঠন কড়া হয়েছে এটাই সত্য। আমি গ্যারান্টি দিচ্ছি, আমরা সব প্রমাণ দেব”। উল্লেখ্য, নির্বাচন-জালিয়াতিতে কমিশন মদত দিচ্ছে বলে গত ৭ আগস্ট একটি সাংবাদিক বৈঠকে দাবি করেছিলেন রাহুল।
ভোট চুরির প্রমাণ হিসেবে কর্ণাটকের মহাদেবপুরা বিধানসভা নির্বাচনে কংগ্রেস দ্বারা গবেষণা-কৃত তথ্য পেশ করেছিলেন রাহুল। যেখানে বলা হয়েছিল, বিধানসভা নির্বাচনে মহাদেবপুরায় প্রায় ১,০০,২৫০ ভোট চুরি হয়েছে। বিহারের মধুবনীতে ভোটার অধিকার যাত্রায় রাহুল দাবি করেন, “২০১৪ সালের পর নরেন্দ্র মোদী গুজরাটের ভোটচুরিকে জাতীয় স্তরে নিয়ে গেছেন”।
নরেন্দ্র মোদীর তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পেছনে বিজেপি এবং নির্বাচন কমিশনের যুগ্মভাবে হাত আছে বলেও কটাক্ষ করেছিলেন রাহুল। অন্যদিকে, কংগ্রেস যেসব কেন্দ্রে যেতে সেখানে ভোট চুরির দাবি করে না, কিন্তু হেরে গেলেই নির্বাচনে কারচুপি হয়েছে বলে সুর চড়ায় বলে পাল্টা কটাক্ষ করে আসছে বিজেপি।