নিউজ ডেস্ক, নয়াদিল্লি: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের (mamata Banerjee) এবারের দিল্লি সফরে রয়েছে একের পর এক চমক। এবারের সফরে প্রতিদিনই কোনও না কোনও বড় মাপের নেতা মমতার হাত ধরে তৃণমূল কংগ্রেস (trinamul congress) যোগ দিচ্ছেন বা যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করছেন। বুধবার (wednesday) তারই সর্বশেষ সংযোজন বিজেপির প্রবীণ সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swamy)।
নির্দিষ্ট সময়সূচি মেনে বুধবার বিকেলে মমতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকের আগেই সুব্রহ্মণ্যম মমতার সঙ্গে দেখা করতে আসেন। বেশ কিছুক্ষণ তিনি তৃণমূল নেত্রীর সঙ্গে কথা বলেন।
মমতার সঙ্গে কথা বলে বেরিয়ে এসে তিনি যে মন্তব্য করেছেন তা দিল্লির রাজনীতিতে হইচই ফেলে দিয়েছে। এদিন সাংবাদিকরা স্বামীর কাছে জানতে চান, তিনি কি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগ দিচ্ছেন? এই প্রশ্নের উত্তরে সুব্রহ্মণ্যম বলেন, “আমি তো প্রথম থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছি। আমার আবার আলাদা করে তৃণমূলে যোগদানের কী প্রয়োজন। তবে আজ আমি মমতার সঙ্গে বাংলা নিয়ে কিছু কথা বলতে এসেছিলাম।
উল্লেখ্য, বিতর্ক বরাবরই এই বিজেপি সাংসদের নিত্যসঙ্গী। নরেন্দ্র মোদির ঘোরতর বিরোধী হিসেবেই স্বামী রাজনৈতিক মহলে পরিচিত। নরেন্দ্র মোদির একাধিক সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি রীতিমতো সরব হয়েছেন। সম্প্রতি এয়ার ইন্ডিয়ার বিলগ্নিকরণের বিরুদ্ধেও তিনি মামলা করার হুমকি দিয়েছেন।
পাশাপাশি বরাবরই তিনি বিভিন্ন ইস্যুতে মমতার পাশে দাঁড়িয়েছেন। কিছুদিন আগে মমতাকে যখন রোম সফরে যাওয়ার অনুমতি দিতে অস্বীকার করে কেন্দ্র সেসময় তিনি মোদি সরকারের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। এবার তিনি সরাসরি মমতার সঙ্গে বেশ কিছুক্ষণ একান্ত বৈঠক করলেন। আজকের এই বৈঠকে কী আলোচনা হয়েছে সে বিষয়ে মমতা বা স্বামী কেউই সাংবাদিকদের কিছু বলেননি। তাই আপাত নিরীহ এই সাক্ষাৎকারে দিল্লির রাজনীতিতে আলোড়ন ফেলেছে। এখন অনেকেই জানতে চাইছেন, সুব্রহ্মণ্যম স্বামী কবে মমতার দলে যোগ দিচ্ছেন? আবার রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন, মোদিকে চাপে রাখতেই এদিন মমতার সঙ্গে দেখা করলেন স্বামী।