HomeBharatTriple Talaq: আইনকে বুড়ো আঙুল, হোয়াটসঅ্যাপ করে তিন তালাক দিল স্বামী

Triple Talaq: আইনকে বুড়ো আঙুল, হোয়াটসঅ্যাপ করে তিন তালাক দিল স্বামী

- Advertisement -

ভারতীয় আইন অনুযায়ী স্বামী স্ত্রীর সম্পর্কের বিচ্ছেদ চাইলে তাদের আইনের দারস্ত হয়ে ডিভোর্স দিতে হয়। তবে এবার এক অভিনব কায়দায় বিবাহ সম্পর্কের বিচ্ছেদ করলেন এক ব্যক্তি। হোয়াটসঅ্যাপে তিন তালাক লিখে কয়েক সেকেন্ডেই ভাঙলেন সম্পর্ক। যা নিয়ে থানার দ্বারস্থ অভিযুক্তের স্ত্রী। দক্ষিণ কন্নড় জেলার এক মহিলা তার স্বামীর বিরুদ্ধে সুলিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ তার স্বামী হোয়াটসঅ্যাপে তাকে তিন তালাক দিয়েছে। তিনি সোমবার পুলিশকে গোটা বিষয়টি সম্পর্কে জানিয়েছেন।

জানা গিয়েছে, ওই মহিলার স্বামী বিদেশে চাকরি করেন এবং দম্পতির দুটি কন্যা সন্তান রয়েছে। তাই এই পরিস্থিতিতে তারা রীতিমত সমস্যায় পড়েছে। অভিযুক্ত আব্দুল রশিদ কেরালার ত্রিশুরের বাসিন্দা। তিনি সাত বছর আগে দক্ষিণ কন্নড় জেলার জয়নগরের এক মহিলাকে বিয়ে করেছিলেন। আব্দুল তার স্ত্রীকে দুই বছর আগে বিদেশে নিয়ে গেলেও পরবর্তীতে দ্বিতীয় প্রসবের সময় তাকে সুলিয়াতে রেখে যায়।

   

পুলিশ জানিয়েছে, যদিও দম্পতির মধ্যে আগে পারিবারিক কিছু বিবাদ ছিল। তবে বয়স্ক ব্যক্তিদের হস্তক্ষেপে গোটা বিষয়টি মিটে গিয়েছিল। তবে হঠাৎ ওই মহিলার এই কর্মকাণ্ডে সবাই হতবাক। অভিযুক্ত লোকটি এখন হোয়াটসঅ্যাপে তিন তালাকের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ দাবি করছেন। বর্তমানে মামলাটি তদন্ত করছে সুলিয়া থানার পুলিশ। এবং তারা দ্রুত এই সমস্যার সমাধান করবেন বলে জানিয়েছেন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular