প্রকাশ্য রাস্তায় স্ত্রীয়ের গলায় ধারালো ছুরির কোপ! প্রত্যক্ষদর্শীর তৎপরতায় গ্রেফতার স্বামী

কটক: দাম্পত্য কলহের জের গড়াল নৃশংস হামলায়! দিনেদুপুরে প্রকাশ্য রাস্তায় স্ত্রীয়ের গলায় ছুরি (Knife) চালালেন স্বামী। ঘটনার ভিডিও রেকর্ড করে পুলিশের হাতে তুলে দিলেন প্রত্যক্ষদর্শী। জানা গিয়েছে, দাম্পত্য কলহের জন্য স্ত্রীয়ের থেকে আলাদা থাকতেন শেখ আমজাদ নামক অভিযুক্ত স্বামী। বৃহস্পতিবার বিকেলে স্ত্রীয়ের সঙ্গে দেখা করতে উড়িষ্যার কটক থেকে ১৭৫ কিলোমিটার যাত্রা করে বালেশ্বরে যান তিনি।

Advertisements

আচমকা রাস্তার মধ্যেই কলহ শুরু হয় স্বামী-স্ত্রীয়ের। এরপর মহিলার চুলের মুঠি ধরে রাস্তায় তাঁকে টানাহ্যাঁচড়া শুরু করেন আমজাদ। এরপর হঠাৎ প্রকাশ্য রাস্তায় পকেট থেকে ধারালো ছুরি বের করে স্ত্রীয়ের গলায় কোপ বসান তিনি। রক্তাক্ত অবস্থায় যন্ত্রণায় ছটফট করতে থাকেন মহিলা। ঘটনাটি মোবাইল ফোনে রেকর্ড করে সমাজমাধ্যমে ছড়িয়ে দেন এক প্রত্যক্ষদর্শী (eyewitness)।

   

মহিলাকে বাঁচাতে এগিয়ে যান প্রত্যক্ষদর্শী

Advertisements

মহিলার উপর আমজাদ হামলা করলে ছুটে যান ওই প্রত্যক্ষদর্শী। পালানোর চেষ্টা করলে আমজাদকে ধরে ফেলেন তিনি। অন্যদিকে, রক্তাক্ত অবস্থায় মহিলাকে উদ্ধার করে বালেশ্বরের জেলা হেডকোয়ার্টার হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানে প্রাথমিক চিকিৎসার পর মহিলাকে কটকের SCB মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকেরা। বর্তমানে মহিলার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

অন্যদিকে, আমজাদকে পাকরাও করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ওই প্রত্যক্ষদর্শী। বর্তমানে অভিযুক্ত শেখ আমজাদকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। বলা বাহুল্য, প্রত্যক্ষদর্শীর তৎপরতায় প্রাণে বেঁচেছেন ওই মহিলা। সেইসঙ্গে অভিযুক্ত আমজাদকে পুলিশের হাতে তুলে দিয়ে বাহবা কুড়িয়েছেন ওই প্রত্যক্ষদর্শী।