
ফের বিপর্যয় সিকিমে। তুষারের তলায় শতাধিক পর্যটক চাপা পড়েছেন বলে একাধিক সংবাদ সংস্থার খবর। Silkkim সরকার জানাচ্ছে কমপক্ষে ১৫০ জন তুষারের তলায়। ছাঙ্গু লেকের কাছে বিপর্যয় ঘটেছে।
ছাঙ্গুর কাছে তুষারধসে অন্তত ১৫০ পর্যটক চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এই দুর্ঘটনা ঘটেছে ১৭ মাইলের কাছে।
ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে সিকিম পুলিশ এবং উদ্ধারকারী দল। গত মাসে প্রবল তুষারপাতে সিকিমে হাজারের বেশি পর্যটক আটকে পড়েন।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন










