রামলালা দর্শনে হাওড়া থেকে স্পেশ্যাল ট্রেন, বিস্তারিত প্রতিবেদনে

রামমন্দির উদ্বোধনের দিন ঘোষণার পর থেকে হুড়মুড়িয়ে বিক্রি হয়ে গিয়েছে রেল ও বিমানের টিকিট৷ সেই সঙ্গে ঝড়ের বেগে বুকিং হয়ে গিয়েছে হোটেলও৷ ইতিমধ্যে অযোধ্যায় থিক…

রামমন্দির উদ্বোধনের দিন ঘোষণার পর থেকে হুড়মুড়িয়ে বিক্রি হয়ে গিয়েছে রেল ও বিমানের টিকিট৷ সেই সঙ্গে ঝড়ের বেগে বুকিং হয়ে গিয়েছে হোটেলও৷ ইতিমধ্যে অযোধ্যায় থিক থিক করছে ভক্তদের৷ এখন শুধু সেই ঐতিহাসিক মুহূর্তের কাউডাউন করছে ভক্তগণ৷ বাংলা থেকেও প্রচুর মানুষ গিয়েছেন৷

অনেকের ইচ্ছা থাকলেও বাধ সেধেছে ট্রেন-বিমানের ভাড়া৷ এবার সেই সমস্যা সমাধান করবে রেল৷ এমনটাই জানিয়েছেন বিজেপি নেতা তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ জানা গিয়েছে, ভারতীয় রেল ২০০ টিরও বেশি অযোধ্যা স্পেশাল ট্রেন চালানোর কথা জানিয়েছে৷

রেল মন্ত্রক সূত্রে খবর, বিভিন্ন রাজ্যে থেকে ১০০ দিনের জন্য অযোধ্যা ধাম স্টেশন পর্যন্ত চলবে এই স্পেশাল ট্রেনগুলি৷ ২২ তারিখের পর সাধারণ মানুষ যাতে দর্শন করতে পারেন তার জন্য কেন্দ্রীয় সরকার সহযোগিতা করছে৷ ২৯ জানুয়ারি হাওড়া স্টেশন থেকে অযোধ্যার উদ্দেশ্যে প্রথম ট্রেন ছাড়বে৷ পাঁচ দিনে এখনও পর্যন্ত ৫টা ট্রেন যাবে৷ এতে বেশি সংখ্যক মানুষ রাম মন্দির পরিদর্শন করতে পারবেন৷

এই স্পেশাল ট্রেনের টিকিট পাবেন মাত্র ১৬০০ টাকার বিনিময়ে৷ এই টাকা আগে জমা দিতে হবে৷ তারপর রেল পাস দেবে৷ ট্রেনে ওঠার পরে বাড়ি ফেরা পর্যন্ত সব দায়িত্ব নেবেন রেলই৷ এমনকি পুরো সফরে বাংলাভাষী ভলান্টিয়ারও থাকবে৷ খাওয়া, থাকা, যাতায়াত সব ব্যবস্থা করে দেবে রেল৷