Goa Election: দলে ফিসফাস আরব সাগরে মমতার তরী ডুবতে চলেছে

পশ্চিমবঙ্গে তিনবার ক্ষমতায়। মেঘালয়ে প্রধান বিরোধী দল। গোয়া? আরব সাগর তীরে ডুববে না তো মমতার তরী? এমনই প্রশ্ন উঠছে দলেই। তৃণমূল কংগ্রেস ত্রিপুরা পুরভোটে শক্তি…

Goa Election: দলে ফিসফাস আরব সাগরে মমতার তরী ডুবতে চলেছে

পশ্চিমবঙ্গে তিনবার ক্ষমতায়। মেঘালয়ে প্রধান বিরোধী দল। গোয়া? আরব সাগর তীরে ডুববে না তো মমতার তরী? এমনই প্রশ্ন উঠছে দলেই। তৃণমূল কংগ্রেস ত্রিপুরা পুরভোটে শক্তি বাড়িয়েছে। খোদ টিএমসিতেই আলোচনা দলনেত্রীর লক্ষ্য জাতীয় তকমা। তাই গোয়া অভিযান। ফলাফল নিয়ে নি:সন্দেহ তাঁরা!

সোমবার গোয়ায় বিধানসভা ভোট। নির্বাচনী প্রচারে কোনও রকম খামতি রাখেনি দলগুলি। এবারে গোয়া বিধানসভা ভোটে বিজেপি, কংগ্রেস মূল লড়াই। প্রচারে গিয়ে আলোড়ন ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস ভোটের আগেই ছন্নছাড়া।

   

গত কয়েক মাসে গোয়ায় বেশ কয়েকবার এসেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১২ সাল থেকে ঘোড়া কেনাবেচা সূত্রে দল ভাঙিয়ে বিজেপি ক্ষমতায় গোয়াতে। ভোটের মুখে টিএমসি গোয়া অভিযান শুরু করে। তৃণমূলের বিলবোর্ড, পোস্টারে ছেয়ে যায় গোয়া। সবচেয়ে বড় চমক ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেরো, যিনি কংগ্রেস থেকে সাতবারের বিধায়ক ছিলেন, সেপ্টেম্বরের শেষের দিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে দলে যোগ দেন।

যদিও জানুয়ারি মাসে তৃণমূল কংগ্রেসে ধাক্কা দিয়ে একে একে অনেকেই দল থেকে ইস্তফা দেন। দল ছাড়েন গোয়া তৃণমূলের সাধারণ সম্পাদক ইয়াতিশ নায়েক। গত ২৪ ডিসেম্বর যোগদানের তিন মাসের মধ্যেই তৃণমূল ছাড়েন গোয়ার প্রাক্তন বিধায়ক লাবু মামলেডর। লাবুর অভিযোগ ছিল, গোয়ায় তৃণমূল সাম্প্রদায়িকতার পথে হাঁটছে। মমতার দল সেখানকার হিন্দু এবং খ্রিস্টান বাসিন্দাদের মধ্যে বিভাজন তৈরি করতে চাইছে বলেও অভিযোগ করেছিলেন তিনি। গোয়ার ভোটের মাহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি-র হাত ধরেছে তৃণমূল।

এদিকে টিএমসির ওপর ‘বহিরাগত’র তকমা লেগেছে। প্রশ্ন উঠছে, এই ‘বহিরাগত’ দল কি সৈকত নগরীতে কোনও জাদু দেখাতে সক্ষম হবে? দল নড়বড়ে হতেই গোয়া ঘিরে রাজনৈতিক সমীকরণে মমতার শিবির উত্তর পেয়ে গিয়েছেন। ভোট হওয়াটুকুই বাকি।

Advertisements