সীমান্তে পার করে ভারতে ঢুকে এক নাবলককে অপহরণ করেছে চিনের সেনা। অপহৃত অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) বাসিন্দা। তার বয়স ১৭ বছর। অপহৃত মিরাম তারোনকে ফেরত দেবে চিন। এমনই জানালেন অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু।
মুখ্যমন্ত্রী বলেন, চিনের সঙ্গে যোগাযোগ চলছে। উদ্বেগের কিছু নেই। দ্রুত দেশে ফিরবে মিরাম তারোন। তাঁর মন্তব্য নিয়ে শোরগোল পড়েছে।
১৭ বছরের মিরামের বাড়ি অরুণাচল প্রদেশের আপার সিয়াং জেলার জিডো গ্রামে। সে সীমাম্ত লাগোয়া বিসিং গ্রামের কাছে এসেছিল। সেখানেই চিনের সেনার কবলে পড়ে যায়।
সীমাম্তপার থেকে চিনের সেনা কী করে এই ভারতীয় গ্রামে ঢুকল এ নিয়েও বিতর্ক তুঙ্গে। সেনা বাহিনীর নজরদারির গাফিলতি নিয়ে অভিযোগ উঠতে শুরু করেছে।
পূর্ব অরুণাচলের বিজেপি সাংসদ তাপির গাও অভিযোগ করেছেন, চিনের সেনা সীমাম্ত পেরিয়ে আপার সিয়াং জেলার বিসিং গ্রামে ঢুকেছিল। সেখান থেকে মিরামকে অপহরণ করে চিনে নিয়ে যায় বিসিং গ্রামটি চিনের সীমাম্তের খুব নিকটে।