নয়াদিল্লি: সপ্তাহের শুরুতেই এসেছিল আতঙ্কের খবর৷ বেঙ্গালুরুতে আট মাসের একটি শিশুর শরীরে মেলে হিউম্যান মেটানিউরোভাইরাস (HMPV)-এর উপস্থিতি৷ এর খানিক পরেই জানা যায় তিন মাসের একট শিশুর শরীরেও থাবা বসিয়েছে HMPV৷ এর পরই খবর মেলে কলকাতায় আক্রান্ত এক৷ দেশে লাফিয়ে বাড়ছ চিনা ভাইরাসের দাপট৷ মঙ্গলবার নতুন করে দু’জনের HMPV ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর মিলেছে। মহারাষ্ট্রেও আক্রান্ত দুই খুদে৷ একজনের বয়স ৭, অপরজনের বয়স ১৩ বছর। লাফিয়ে আক্রান্তের সংখ্যা বাড়লেও আতঙ্কিত না হওয়ার বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা। একটি ভিডিয়ো বার্তায় তিনি বলেন, এইচএমপিভি নতুন কোনও ভাইরাস নয়। এই ভাইরাস অতীতেও ভারতে ছিল৷ (hmpv cases risen to 7 in india)
আতঙ্কিত না হওয়ার পরামর্শ hmpv cases risen to 7 in india
মহারাষ্ট্রে আক্রান্ত দুই শিশুর HMPV সংক্রমণ দেখা দিয়েছে৷ এটি একটি শ্বাসযন্ত্রের সংক্রমণ, যা কোভিড-১৯ এর মতোই উপসর্গ সৃষ্টি করে৷ যেমন- জ্বর, কাশি, সর্দি এবং গলা ব্যথা।
মহারাষ্ট্র স্বাস্থ্য দফতরের তরফে এই ভাইরাস সম্পর্কে সতর্ক করা হয়েছে। স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, যেসব মানুষ কাশি, জ্বর অথবা Severe Acute Respiratory Infections (SARI) এর লক্ষণ দেখা গিয়েছে, তাদের অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে৷ তবে এই ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে৷ কী ভাবে এই ভাইরাসের প্রতিরোধে ও এর থেকে সুরক্ষা পাওয়া যায়, সেই নির্দেশিকা প্রকাশ করা হবে৷
স্বাস্থ্য কর্তাদের বৈঠক hmpv cases risen to 7 in india
নাগপুরের দু’জন সংক্রামিত হওয়ার পরেই উচ্চপর্যায়ের বৈঠক ডাকে রাজ্য সরকার। আজ বিকেল ৩টায় সেন্ট জর্জ হাসপাতাল স্বাস্থ্য কেন্দ্রে অনুষ্ঠিত এই বৈঠকে মহারাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রী প্রকাশ আবিতকার উপস্থিত থাকবেন। এছাড়া, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী প্রতাপরাও যাদবও বৈঠকে উপস্থিত থাকবেন।
সোমবার কর্নাটক, তামিলনাড়ু এবং গুজরাটে মোট পাঁচ শিশুর দেহে চিনা ভাইরাসের হদিশ মেলার পর মঙ্গলবার মহারাষ্ট্রে নতুন করে দুজনের দেহে পাওয়া যায় এইচএমপিভি। জ্বর এবং সর্দিতে আক্রান্ত দু’জনেই। এই দু’জনকে নিয়ে ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৷ সেই সঙ্গে বাড়ছে আতঙ্কও৷ বিশেষজ্ঞরা প্রথমিকভাবে জানিয়েছিলেন, ৫ বছরের কম বয়সিরাই মূলত এই ভাইরাসে কাবু হচ্ছে। তবে ৭ এবং ১৩ বছর বয়সীরা আক্রান্ত হওয়ায় হিসেবে গড়মিল হয়ে গেল৷
Bharat: The Human Metapneumovirus (HMPV) outbreak in India starts with an 8-month-old in Bengaluru and spreads to infants in Kolkata and Maharashtra. Central Health Minister JP Nadda advises calm, confirming it’s not a new virus.