Setting Example Of Harmony: শান্তির বার্তা দিতে মুসলিম বন্দিদের সঙ্গে রোজা পালন হিন্দুদের

সম্প্রতি দিল্লি, কর্ণাটক-সহ দেশের একাধিক রাজ্যে সাম্প্রদায়িক অশান্তি ছড়িয়েছে। দিল্লির জাহাঙ্গীরপুরী, কর্ণাটক, মধ্যপ্রদেশে গোষ্ঠী সংঘর্ষ হয়েছে। এঘটনায় বিরোধীরা বিজেপির দিকে আঙুল তুলেছে। ধর্মীয় অসহিষ্ণুতার সবচেয়ে…

Hindus fast with Muslim prisoners

সম্প্রতি দিল্লি, কর্ণাটক-সহ দেশের একাধিক রাজ্যে সাম্প্রদায়িক অশান্তি ছড়িয়েছে। দিল্লির জাহাঙ্গীরপুরী, কর্ণাটক, মধ্যপ্রদেশে গোষ্ঠী সংঘর্ষ হয়েছে। এঘটনায় বিরোধীরা বিজেপির দিকে আঙুল তুলেছে। ধর্মীয় অসহিষ্ণুতার সবচেয়ে বেশি বাড়বাড়ন্ত দেখা গিয়েছে উত্তরপ্রদেশে। এমন পরিস্থিতিতে একেবারেই বিপরীত চিত্র উঠে এল উত্তরপ্রদেশের এক সংশোধনাগারে (Barabanki Jail)।

মুসলিম সম্প্রদায়ের পবিত্র রমজান মাস চলছে। সংশোধনাগারে মুসলিম বন্দিদের সঙ্গেই রোজা পালন ও ইফতারে যোগ দিচ্ছেন হিন্দু বন্দিরা।সাম্প্রদায়িক সম্প্রীতির এই নজির মিলেছে বরাবাঁকির (Barabanki Jail) এক জেলে।

জেলের মধ্যেই মুসলিম বন্দিদের সঙ্গেই রমজানে উপবাস করছেন হিন্দু বন্দিরা। এই জেলে দুই সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি দীর্ঘদিনের ঐতিহ্য বহন করে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, এই জেলে ৫০ বছর ধরে এই রীতি চলে আসছে। এখানে বন্দি থাকা মুসলিম ও হিন্দুরা একইসঙ্গে রমজানের উপবাস করেন।

বরাবাঁকি জেলে ১৪০০ বন্দি আছেন। যার মধ্যে মুসলিম সম্প্রদায়ের মানুষ আছেন ২৫০জন। এদের সঙ্গেই রমজান মাসে রোজা পালন করছেন ১৫ জন হিন্দু বন্দি। জেল সুপার জানিয়েছেন, রমজান মাস উপলক্ষে বন্দিদের খাদ্যতালিকায় কিছু পরিবর্তন করা হয়েছে। মুসলিম বন্দিদের মত হিন্দুরা এখানে রাত ৩ টের সময় উঠে খাওয়া-দাওয়া সারছেন। সারাদিন পালন করছেন রোজা। সকলের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি গড়ে তুলতে এটা খুবই কার্যকরী।

চুরি করে ধরা পড়ে জেলে রয়েছেন রাকেশ কুমার। জাভেদ খানও একই কারণে বন্দি রয়েছেন। রাকেশ ও জাভেদ দুজনেই রোজা রাখছেন। এ প্রসঙ্গে রাকেশ বলেছেন, আমরা এখানে সবাই একসঙ্গে থাকি। পরিবেশটা যাতে সহজ ও আপন হয়ে ওঠে সে কারণেই আমি রোজা করছি। হরেরাম নামে আর এক বন্দি বলেছেন জেলের এই রীতি ধর্মের ঊর্ধ্বে। এটা আমাদের সংস্কৃতি ও ধর্মীয় একতার উদাহরণ। অন্যদিকে ডাকাতির দায়ে দোষী সাব্যস্ত হওয়া জেলবন্দি দীনেশ যাদব জানিয়েছেন, রোজা পালন করলে শারীরিক সংযম তৈরি হয়। এটা শরীরের পক্ষেও ভাল। সে কারণেই তিনি রোজা রাখছেন।