অসমের ‘জনবিন্যাস পরিবর্তন’ নিয়ে বিস্ফোরক দাবী হিমন্তের

গুয়াহাটি: অসমের জনবিন্যাস পরিবর্তন (Demographic Change) নিয়ে শুক্রবার বিস্ফোরক দাবী করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। পরবর্তী জনগণনায় নাকি ধরা পড়বে অসমে মুসলিম…

গুয়াহাটি: অসমের জনবিন্যাস পরিবর্তন (Demographic Change) নিয়ে শুক্রবার বিস্ফোরক দাবী করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। পরবর্তী জনগণনায় নাকি ধরা পড়বে অসমে মুসলিম জনসংখ্যা ৩৮%, যা ২০১১-র তুলনায় ৩৪ শতাংশ বেশি!

Advertisements

এদিন ডিব্রুগড়ের ‘মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান’ অনুষ্ঠানের ভাষণে হিমন্ত বলেন, “আমার কথা লিখে রাখুন। জনগননা হলে অসমের মিয়া মুসলিমদের জনসংখ্যা মোট জনসংখ্যার প্রায় ৩৮% ধরা পড়বে। মুসলিমরাই অসমের বৃহত্তর সম্প্রদায় হবে।”

বিজ্ঞাপন

এরপর অসমের আদিবাসী সম্প্রদায়কে রক্ষা করার পুনরায় প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আসন্ন বিধানসভা অধিবেশনে অসমের জাতি, মাটি এবং ভিত্তি রক্ষার্থে দুটি উল্লেখযোগ্য বিল উল্লেখ করা হবে।

গত ৫ বছরে আমরা যা করেছি, বিগত ৩০ বছর ধরে যদি তা করা হত তাহলে আজ আমাদের এই সমস্যা সহ্য করতে হত না”। “এবার লড়াই শুরু হয়েছে। আমাদের লক্ষ্যে পৌঁছোতে আগামী ১০ বছর লড়াই করতে হবে”।

ডিব্রুগড়ে মহিলাদের ১০,০০০ টাকা করে দেন হিমন্ত

এদিন ডিব্রুগড়ে ‘মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযান’ অনুষ্ঠানে প্রায় ১৪ হাজার মহিলাকে ১০ হাজার টাকা করে দেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma)। এক্সের পোস্টে তিনি লেখেন, ডিব্রুগড়ে আমাদের মহিলা ব্যবসায়ীদের সঙ্গে আজ বৈঠক করেছি। মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের সিড ফান্ড থেকে তাঁদেরকে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছে।” এটা সবে শুরু। আগামীতে অসমের মহিলাদের স্বনির্ভর করতে আরও সাহায্য দেওয়া হবে বলে জানান হিমন্ত বিশ্ব শর্মা।