উপ নির্বাচনের আগে BJP নেতাকে বহিষ্কার করল দল, রাজ্যে শোরগোল

   উপ নির্বাচনের আগে রাজ্যে চরম পদক্ষেপ নিল বিজেপি (BJP)। আগামী কয়েকদিনের মধ্যেই দেশের বেশ কিছু আসনে উপ নির্বাচন হওয়ার কথা রয়েছে। হিমাচল প্রদেশেও নির্বাচন…

  

উপ নির্বাচনের আগে রাজ্যে চরম পদক্ষেপ নিল বিজেপি (BJP)। আগামী কয়েকদিনের মধ্যেই দেশের বেশ কিছু আসনে উপ নির্বাচন হওয়ার কথা রয়েছে। হিমাচল প্রদেশেও নির্বাচন হবে। কিন্তু তার আগেই দলের একজন হেভিওয়েটকে বের করে দিল দল।

জানা গিয়েছে, হিমাচল প্রদেশের তিনটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। আগামী ১০ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং ১৩ জুলাই ফলাফল ঘোষণা করা হবে। কিন্তু তার আগে বিজেপি তাদের বিদ্রোহী নেতার বিরুদ্ধে বড় পদক্ষেপ নিয়েছে। বিজেপির রাজ্য সভাপতি ডঃ রাজীব বিন্দাল হরপ্রীত সিং সাইনিকে (Harpreet Singh Saini) ৬ বছরের জন্য দল থেকে বহিষ্কার করে দিলেন।

   

এই হরপ্রীত সিং নালাগড় বিধানসভা কেন্দ্রে ভারতীয় নেতা পার্টির আনুষ্ঠানিক প্রার্থী কৃষ্ণ লাল ঠাকুরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। হরপ্রীত সিং সাইনি রাজ্যে ভারতীয় জনতা যুব মোর্চার মিডিয়া ইনচার্জও ছিলেন। দলের তরফে প্রথমে হরপ্রীতকে নির্দল প্রার্থী হিসেবে সরে দাঁড়াতে বলা হলেও তিনি তাতে রাজি হননি। ফলে এখন দল তাঁকে বের হওয়ার পথ দেখিয়েছে।

নালাগড় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা বিজেপি এবং কংগ্রেসের মধ্যে। এখানে বিজেপির কৃষ্ণলাল ঠাকুর লড়ছেন কংগ্রেসের হরদীপ সিং বাওয়ার বিরুদ্ধে। নালাগড় বিধানসভা কেন্দ্রে মোট পাঁচজন প্রার্থী নির্বাচনী ময়দানে রয়েছেন। গত ২২ মার্চ হিমাচল প্রদেশ বিধানসভা থেকে নির্দল বিধায়ক পদ থেকে ইস্তফা দেন কৃষ্ণলাল ঠাকুর। গত ৩ জুন পদত্যাগপত্র গ্রহণ করা হয়। পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর এখানে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নালাগড় ছাড়াও হামিরপুর ও দেরা বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন হচ্ছে।