বড় ঝটকা খেল Congress, দল ছাড়লেন প্রিয়াঙ্কা ঘনিষ্ঠ হেভিওয়েট নেতা

২৪-এর লোকসভা ভোটের আবহে কংগ্রেসের (Congress) চিন্তা যেন থামতেই চাইছে না। এবার দল ছাড়লেন আরও এক হেভিওয়েট। জানা গিয়েছে, হিমাচল প্রদেশের ভারপ্রাপ্ত এআইসিসি সেক্রেটারি তথা…

Haryana assembly elections

২৪-এর লোকসভা ভোটের আবহে কংগ্রেসের (Congress) চিন্তা যেন থামতেই চাইছে না। এবার দল ছাড়লেন আরও এক হেভিওয়েট। জানা গিয়েছে, হিমাচল প্রদেশের ভারপ্রাপ্ত এআইসিসি সেক্রেটারি তথা প্রিয়াঙ্কা গান্ধীর ঘনিষ্ঠ সহযোগী তাজিন্দর সিং বিট্টু (Tajinder Singh Bittu) কংগ্রেসের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিলেন শনিবার।

শোনা যাচ্ছে, আজই বিজেপিতে যোগ দিতে পারেন তেজিন্দর সিং। বিগত কয়েকদিন ধরেই বিজেপির বড় নেতাদের সঙ্গে তেজিন্দরের বৈঠক চলছে। পঞ্জাবের জলন্ধরের বাসিন্দা তেজিন্দর সিং বিট্টু গত কয়েক বছর ধরে কংগ্রেস পার্টিতে কাজ করছেন। দীর্ঘদিন রাজনীতি থেকে দূরে থাকলেও ২০১৭ সালে পঞ্জাবে কংগ্রেস ক্ষমতায় ফিরলে তাঁকে পানসুপের চেয়ারম্যান করা হয়। যার সুবাদে ফের রাজনীতিতে আসেন তিনি।