মাঝ আকাশে বিপত্তি! এয়ার ইন্ডিয়া ফ্লাইটে ‘হাইজ্যাক’ আতঙ্ক

কলকাতা: মাঝ আকাশে হঠাৎই তৈরি হল হাইজ্যাকের আতঙ্ক। সোমবার বেঙ্গালুরু থেকে বারাণসী যাওয়া এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এক ফ্লাইটে ঘটে যায় তুমুল উত্তেজনার ঘটনা। অভিযোগ, এক…

hijack scare in Air India Flight 

কলকাতা: মাঝ আকাশে হঠাৎই তৈরি হল হাইজ্যাকের আতঙ্ক। সোমবার বেঙ্গালুরু থেকে বারাণসী যাওয়া এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এক ফ্লাইটে ঘটে যায় তুমুল উত্তেজনার ঘটনা। অভিযোগ, এক যাত্রী জোর করে বিমানের ককপিটে প্রবেশের চেষ্টা করেন।

Advertisements

IX-1086 নম্বর ফ্লাইটে ভয়াবহ মুহূর্ত তৈরি হয় সকালেই। সূত্রের খবর, একাধিকবার বিমানকর্মীরা বাধা দেওয়া সত্ত্বেও ওই যাত্রী ককপিটের দিকে ছুটে যান। পরিস্থিতি দেখে হাইজ্যাকের আশঙ্কা করেন পাইলট এবং সঙ্গে সঙ্গে সতর্কবার্তা পাঠান নিরাপত্তা এজেন্সিগুলিকে।

Advertisements

আটক যাত্রী

তবে দ্রুত তৎপরতা দেখান কেবিন ক্রুরা। যাত্রীটিকে ককপিটে ঢোকার আগেই তারা আটক করে ফেলেন। বারাণসীতে ফ্লাইট অবতরণ না করা পর্যন্ত ওই যাত্রীকে কড়া নজরদারিতে রাখা হয়। এরপর বিমানবন্দরে নামতেই সিআইএসএফ তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে।

ঘটনার পর যাত্রীদের আতঙ্কিত অবস্থায় দেখা গেলেও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের তরফে জানানো হয়েছে, ফ্লাইটটি নিরাপদে বারাণসীতে অবতরণ করেছে এবং সকল যাত্রীই সুস্থ আছেন।

এয়ার ইন্ডিয়ার বিবৃতি hijack scare in Air India Flight 

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের তরফে অবশ্য জানানো হয়েছে, ‘‘ঘটনাটি নিয়ে কিছু সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। আমাদের ফ্লাইটে এক যাত্রী ককপিট এলাকার দিকে এগিয়ে যান, যদিও তিনি নাকি শৌচাগারের সন্ধান করছিলেন। নিরাপত্তা প্রোটোকল কোনওভাবেই বিঘ্নিত হয়নি। অবতরণের পর বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তদন্ত চলছে।’’

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, আটক যাত্রী নাকি প্রথমবার বিমানে চড়েছিলেন এবং তাঁর কোনও অসৎ উদ্দেশ্য ছিল না। তবে তাঁর পরিচয় ও উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে। বিমান সংস্থার দাবি, ককপিটের দরজা খোলা যায়নি, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত রয়েছে।